রিষড়া: রাজ্যে জঙ্গলমহলে ধীরে ধীরে মাওবাদীরা সক্রিয় হয়ে উঠেছে। বাঁকুড়া, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা থেকে বার বার মাওবাদী পোস্টার পাওয়া যাচ্ছে। যার জেরে ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনকে গোয়েন্দারা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে রিষড়া থেকে মাও পোস্টার উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এই এলাকায় কখনই মাওবাদী সক্রিয় ছিল না। তদন্তে নেমে পুলিশ এক যুবককে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদ করতেই চোখ কপালে পুলিশের।
রিষড়া পুরসভার দাসপাড়া ক্যাভেন্টার্স হাউজিং এলাকায় গত ১৮ এপ্রিল ও ৪ মে মাও পোস্টার পরে। মাও পোস্টারে কোনও বার্তা ছিল না। শুধু সাদা কাগজে লাল কালিতে লেখা ছিল। এই পোস্টার উদ্ধার পাওয়ার পরেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। রিষড়া থানা ও চন্দননগর থানার গোয়েন্দারা একসঙ্গে তদন্তে নামেন। সেখানে পুলিশ ঘটনারপ সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ। প্রতিবেশীকে ভয় দেখাতেই তিনি মাওবাদী পোস্টারের সাহায্য নিয়েছিলেন। রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিশ্বাস করতে পারছেন না, শুধুমাত্র প্রতিবেশীকে ভয় দেখাতে গিয়ে তাদের পরিচিত যুবক এমন কাজ করতে পারেন।
অভিযুক্ত যুবকের নাম রাজেন আইচ বলে জানা গিয়েছে। ৪৭ বছরের ওই যুবক পুলিশি জেরার মাওবাদী পোস্টার লাগানোর কথা স্বীকার করেছেন। অভিযুক্ত যুবককে শ্রীরামপুর আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফজাতের নির্দেশ দেওয়া হয়েছে। চন্দন নগরের পুলিশ কমিশনার অর্নব ঘোষ বলেন, পুলিশের প্রথম থেকে মনে হয়েছিল, এই কাজ মাওবাদীদের নয়। এর পিছনে অন্য কেউ রয়েছে। তদন্তে বেশ কিছু সন্দেহভাজন নাম উঠে আসে। বিভিন্নভাবে তদন্ত করে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় সেই ব্যক্তি জানিয়েছেন, প্রতিবেশীকে ভয় দেখানোর জন্যই তিনি এই কাজ করেছেন।