খেজুরি: কাশীপুরে বিজেপি যুবনেতা দেহ উদ্ধার ঘিরে রাজ্য রাজনীতি সরগরম। ইতিমধ্যে বিজেপি নেতা অর্জুন চৌরাশিয়ার দেহ ময়নাতদন্ত হয়েছে। পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তারমধ্যেই খেজুরিতে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার বাড়ি থেকে খানিক দূরে একটি গাছে দেবাশিস মান্না নামের তরুণের দেহ ঝুলতে দেখা যায়।
জানা গিয়েছে যুবক খেজুরির বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। বিজেপির তরফে দাবি করা হয়েছে, ২১ বছরের ওই তরুণ তাঁদের দলীয় কর্মী। কীভাবে ওই তরুণের মৃত্যু হয়েছে, পুলিশ যেন যথাযথ তদন্ত করে। অন্যদিকে, পুলিশে এখনও এই মৃত্যু নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। পরিবারের তরফে এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে অস্বীকার করেছে। মৃতদেহ কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শনিবার সকালে দেবাশিসের দেহ বাড়ির থেকে কিছুটা দূরে একটি গাছে ঝুলতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপর খেজুরি থানার পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতের বাবা মুক্তিপদ মান্না সক্রিয়ভাবে বিজেপি দলের সঙ্গে যুক্ত। তাঁকে খেজুরিতে বিজেপির সংগঠক বলা যেতে পারে। স্বাভাবিকভাবে তাঁর ছেলের এই পরিণতিতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে দেবাশিসের পরিবার কোনও মন্তব্য করেনি।
তবে প্রতিবেশীরা জানিয়েছেন, দেবাশিস কলকাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সম্প্রতি তিনি কাজ ছেড়ে চলে আসেন বাড়িতে। এই নিয়ে বাড়িতে দেবাশিসের সঙ্গে পরিবারের অন্যান্যদের মত বিরোধ হয় বলে জানা গিয়েছে। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিন না, পুলিশ খতিয়ে দেখছে।