লাখ টাকা খরচ করে ‘রাজপ্রাসাদ’ বানাচ্ছেন বাদাম কাকু, বাঁধছেন নতুন গানও

লাখ টাকা খরচ করে ‘রাজপ্রাসাদ’ বানাচ্ছেন বাদাম কাকু, বাঁধছেন নতুন গানও

কলকাতা:  এক গানেই ভুবন জয় ভুবন বাদ্যকরের৷ ‘কাঁচা বাদামে’র সুরের যাদুতে তিনি জিতেছেন লাখো মানুষের মন৷ খ্যাতির হাত ধরে এসেছে অর্থ৷ গান থেকে উপার্জনের টাকায় গাড়ি কিনেছিলেন আগেই৷ এবার তৈরি করছেন বাড়ি৷ তবে যে সে বাড়ি নয়৷ কয়েক লক্ষ টাকা খরচ করে বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। এ নিয়ে গানও বেঁধে ফেলেছেন তিনি৷ 

আরও পড়ুন- কাশীপুরের পর খেজুরি, উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

বহু সাধ করে বাড়ি বানাচ্ছেন ভুবন৷ মেঝেতে বসছে মার্বেল৷ বাড়ির অন্দরমহলের সাজসজ্জাও হবে বেশ চোখে পড়ার মতো। ভুবন নিজেই জানিয়েছেন, ৬ লক্ষ টাকা খরচ করে এই বাড়িটি তৈরি করছেন তিনি৷ তাঁর কথায়, ‘‘আরও কিছু খরচ হবে৷ বাড়ির বারান্দাটা ভালো করে সাজাব৷ প্লাই-সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে সাজানো হবে। এক শিল্পীর সঙ্গে কথাও হয়ে গিয়েছে। আগে কাঁচা বাড়িতে থাকতাম। এখন পাকা বাড়িতে আছি। ভাল লাগছে। তবে কোনও দিন ভাবিনি মাথার উপরে পাকা ছাদ হবে। মানুষজন আমার কাঁচাবাদাম গানকে ভালোবেসেছেন, এটাই ভাল লেগেছে।’’ 

এ যেন যুদ্ধ জয়ের শেষে চওড়া হাসি৷ ভুবনের কথায়, সবটাই সম্ভব হয়েছে সব মানুষের ভালোবাসায়, এমন বাড়ি বানানোর কথা না হলে স্বপ্নেও ভাবতে পারতেন না৷ মানুষের ভালোবাসা আর আর্শীবাদে সবটা সম্ভব হয়েছে। গোবিন্দর ইচ্ছা থাকলে এমনিভাবেই জীবনে এগিয়ে যেতে পারবেন বলেও মনে করেন বাদাম কাকু৷

ভুবনের নতুন বাড়ি এখনও পুরোপুরি তৈরি হয়নি৷ দু’টি ঘর সাজানো হয়েছে মাত্র৷ তার আগেই কাঁচা বাড়ি থেকে নির্মীয়মান বাড়িতে পরিবার নিয়ে উঠেছেন ভুবন৷ বাড়ি নিয়ে গানও বেঁধেছেন৷ তবে তা এখনও বাড়ির মতোই নির্মীয়মান৷ সকলের অনুরোধে দু’কলি গেয়ে শোনালেন বাদাম কাকু- ‘ছিল না আমার বাসাবাড়ি। এখন হল পাকাবাড়ি।’