কলকাতা: অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি কেন থাকবে, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। আদালতে উল্লেখ করা হয়, গাড়িতে লালবাতি লাগানোর অধিকার অনুব্রত মণ্ডলের নেই। পাশাপাশি পুলিশ কেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি সেই প্রশ্নও তোলা হয়। এই ইস্যুতে আজ কলকাতা হাইকোর্ট গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। এই জনস্বার্থ মামলায় অবিলম্বে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে।
আরও পড়ুন- বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছেলেরও
এই ইস্যুতে মামলাকারী বিজেপির আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি আদালতে জানিয়েছেন, গত ৩ এপ্রিল অনুব্রত মণ্ডল কলকাতায় আসেন লালবাতি গাড়ি করে। তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গাড়িটি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ছিল। এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলাকারীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, ”আপনি যার বিরুদ্ধে অভিযোগ আনছেন তাঁকে কি মামলার কাগজ দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে তাঁর বক্তব্য আদালত শুনবে কি করে?” প্রশ্ন তোলার পরেই অন্তর্বর্তীকালীন নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। জানান হয়েছে, অনুব্রত মণ্ডলকে মামলার নোটিশ দিতে হবে আবেদনকারীকে। এছাড়া মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ হলফনামা জমা দেবে। এই মামলার পরবর্তী শুনানি ১৯ জুলাই।
তবে এই লালবাতি লাগানো গাড়ির ইস্যুতে আগেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, কারা লালবাতি বা নীল বাতি লাগানো গাড়িতে চড়তে পারেন, তার একটা তালিকা করা হয়েছে। সেই তালিকার বাইরে কেউ নিজেদের গাড়িতে লাল বাতি বা নীল বাতি লাগাতে পারবেন না। এই বিষয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা অধিকার না থাকার পরেও নিজের গাড়িতে লালবাতি বা নীলবাতি ব্যবহার করছেন, তাঁদের গাড়ি থেকে শুধু বাতি খুললেই হবে না। পুলিশ সেই গাড়়িকে বাজেয়াপ্ত করবে।