মমতার লাইভে জ্যোতিপ্রিয়কে নিয়ে ‘বিরূপ’ মন্তব্য, ‘নিখোঁজ’ তৃণমূল নেতা

মমতার লাইভে জ্যোতিপ্রিয়কে নিয়ে ‘বিরূপ’ মন্তব্য, ‘নিখোঁজ’ তৃণমূল নেতা

কলকাতা: তৃণমূল দলের অস্বস্তি আরও বাড়ছে যত দিন যাচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্বের ইস্যু তো অনেক আগে থেকেই ছিল, এখন তা বেশি করে মাথাচাড়া দিচ্ছে। আর এবার যে ঘটনা ঘটল তা সত্যিই আশঙ্কার। এমনই ভাবছে বিরোধী শিবির। কারণ, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ‘বিরূপ’ মন্তব্য করার পরেই নাকি ‘নিখোঁজ’ হয়ে গিয়েছেন উত্তর ২৪ পরগনার এক তৃণমূল নেতা তথা কর্মী। তাঁর বিরুদ্ধে থানায় গিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- বাড়তি ২.৫ লাখ প্রার্থী পাবেন চাকরির সুযোগ, RRB NTPC নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

কিছুদিন আগে দলের নেতাদের নিয়ে একটি বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক ফেসবুকে তাঁর পেজে লাইভ করা হয়েছিল। সেখানেই রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে একটি মন্তব্য করেন স্থানীয় তৃণমূল নেতা সিন্টু ভট্টাচার্য। কমেন্ট করে লেখেন, ”বালু মল্লিক উত্তর ২৪ পরগনা জেলাটা শেষ করছে। দিদি, দয়া করে নজর দিন।” সকলের জানা যে, জ্যোতিপ্রিয় মল্লিককে ‘বালু’ বলেই ডাকা হয়। ঘটনা হল, এই মন্তব্যের পর সিন্টুর বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন আর এক দলীয় কর্মী তন্ময় রায়। সিন্টুর পরিবারের তরফে অভিযোগ, থানায় যাওয়ার পর থেকেই তাদের ছেলে ‘নিখোঁজ’ হয়ে গিয়েছে! এমনকি বাড়িতে এসে তাদের সঙ্গে পুলিশ খারাপ ব্যবহার করেছে বলেও অভিযোগ তোলা হচ্ছে।

জেলার তৃণমূল নেতৃত্বের বক্তব্য, জ্যোতিপ্রিয় মল্লিক উন্নয়নের কান্ডারী, জেলায় তিনি বিগত বছর গুলিতে বিরাট উন্নয়ন করেছেন। তাঁর বিরুদ্ধে এমন মন্তব্য মেনে নেওয়া হবে না। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূলের হোক কিংবা অন্য কোনও দলের, কাউকে রেয়াত করা হবে না। যদিও এই গোটা ঘটনা নিয়ে এখন শোরগোল। বিজেপির তরফে খোঁচা দিয়ে বলা হয়েছে, রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তাঁর দলের লোক কোনও কথা বললে এই অবস্থা হচ্ছে, সাধারণ মানুষ করলে তার কী অবস্থা হবে বোঝাই যায়। এদিকে, সিন্টুর পরিবার চাইছে, দ্রুত ব্যাপারটা মিটে যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *