তালিবানের অগ্রগতির আগাম খবর ছিল, গনিকে চেপে যেতে বলেছিলেন বাইডেন, ফাঁস গোপন ফোনালাপ

তালিবানের অগ্রগতির আগাম খবর ছিল, গনিকে চেপে যেতে বলেছিলেন বাইডেন, ফাঁস গোপন ফোনালাপ

 

ওয়াশিংটন: পাক জঙ্গিদের মদতে তালিবান যে আফগানিস্তানে ফের শক্তি বাড়ানোর চেষ্টা করছে, তার আগাম খবর ছিল৷ এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথাও বলেছিলেন আফগান প্রেসিডেন্ট আফরফ গনি৷ এবার ফাঁস সেই ফোনালাপ৷ রয়টার্সের রিপোর্ট বলছে, সব কিছু জানার পরেও গনিকে আন্তর্জাতিক দুনিয়ার কাছে বিষয়টি চেপে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বাইডেন৷ 

আরও পড়ুন- ব্যক্তিগত গাড়িতে ঘুরছে গরু!

বুধবার রাতে ফাঁস হওয়া ওই বার্তালাপে গনিকে বলতে শোনা যায়, ‘‘তালিবানদের সমর্থন করতে হাজার হাজার জঙ্গি পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢুকছে৷’’ বাইডেন জানতে চান, ‘‘সংখ্যায় কত?’’ জবাবে গনি বলেন, ‘‘কমপক্ষে ১০ থেকে ১৫ হাজার হবে৷ মনে হচ্ছে তালিবানের শক্তি বাড়িতেই পাক জঙ্গিরা আফগানিস্তানে আসছে৷’’ গত ২৩ জুলাই প্রায় ১৪ মিনিট কথা বলেছিলেন দুই প্রেসিডেন্ট৷ সেই সময় গনিকে তাঁর পরামর্শ ছিল, তালিবানের কাছে আফগান সেনা হারেও সেটা সামনে আনা যাবে না৷ সাধারণ মানুষকে এটাই বোঝাতে হবে যে আফগান সেনা জিতেছে৷ এবং এটাও আশ্বত্ব করতে হবে যে মার্কিন সেনা তাঁদের সাহায্য করছে৷ শেষ দিন পর্যন্ত এই ধারণাটাই প্রতিষ্ঠা করতে হবে৷ প্রয়োজনে সাংবাদিক বৈঠক করে এই আশ্বাস দিতে হবে গনি সরকারকে৷ 
 

আরও পড়ুন- ৩৫০ তালিবান খতম, ৪০ বন্দি! হুঙ্কার দিচ্ছে পঞ্জশির

জানা গিয়েছে, তালিবান রুখতে বাইডেনের কাছে সাহায্য চেয়েছিলেন গনি৷ মার্কিন বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জিও জানিয়েছিলেন৷ সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বাইডেন৷ এমনকী প্রয়োজনে আফগান নাগরিকদের দেশ থেকে বার করে আনা হবে বলেও জানান তিনি৷ সেই সঙ্গে তাঁর মত ছিল, মার্কিন সেনার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া ৩ লক্ষ আফগান সেনাই তালিবানকে রুখতে সক্ষম হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =