শান্তিপুর: গৃহস্থ বাড়ির রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার বিষধর কালচে বিষধর সাপ৷ যার জেরে সংশ্লিষ্ট পরিবারে তো বটেই, ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সমগ্র তল্লাটে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যাকালীন শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সারাগর এলাকার একটি গৃহস্থবাড়ির রান্না ঘরের ভেতরে বিষধর কালচে সাপটিকে দেখতে পান পরিবারের লোকজন৷ এরপর আতঙ্কে জড়োসড়ো হয়ে পড়ে পরিবারের সদস্যরা।
খবর দেওয়া হয় বন দফতরে৷ পাশাপাশি খবর দেওয়া হয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ওই গৃহস্থবাড়িতে যায় উদ্ধারকারী অনুপম সাহা৷ এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর কালচে সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। উদ্ধারকর্জের শেষে উদ্ধারকারী অনুপম সাহা জানান, এ বছরে এই প্রথম বিষধর কালচে সাপ উদ্ধার করা হল৷ যদিও ওই গৃহস্থ বাড়ির সদস্যদের পাশাপাশি গোটা শান্তিপুর বাসিকে বিষধর কালাচ সাপ থেকে সচেতন থাকার বার্তা দেন উদ্ধারকারী অনুপম সাহা। তবে ওই বিষধর কালচে সাপ উদ্ধার হওয়ার পরে স্বস্তির নিঃশ্বাস গোটা পরিবারে। একই সঙ্গে আতঙ্কেও রয়েছেন তল্লাটের বাসিন্দারা৷ কেননা, বৃষ্টি শুরু হতেই ফের সাপের উপদ্রব শুরু হয়েছে৷