কলকাতা: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি৷ উদ্ধার তাজা বোমা৷ এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলেকে আটক করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র আধিকারিকরা৷ মাস দু’য়েক আগে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনাটি ঘটে৷ উদ্ধার করা হয় প্রায় ৪৫টি তাজা বোমা৷ সেই ঘটনাত তদন্তে নেমেই তৃণমূল কাউন্সিলরের ছলেকে আটক করা হল৷
আরও পড়ুন- রাত থেকেই বুকে ব্যথা, এবার বেসরকারি হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল
গত মার্চ মাসে জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে ৪৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ৷ কী ভাবে এতগুলি তাজাবোমা একটি বাড়িতে মজুত রাখা হল তা নিয়ে প্রশ্ন তোলেন অর্জুন সিং৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ৷ গত কয়েকদিন ধরেই তদন্ত চালাচ্ছিলেন এনআইএ আধিকারিকরা৷ বৃহস্পতিবার এই মামলায় তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংকে আটক করা হয়৷ ওই বোমাবাজির ঘটনায় নমিতের প্রত্যক্ষ যোগ ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>