চাকরির দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত কল্যাণী AIIMS

চাকরির দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত কল্যাণী AIIMS

কল্যাণী: কল্যাণী এইমস-এ সুভাষ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা৷ তাঁদের দাবি, স্থানীয়দের এইমসে চাকরি দিতে হবে৷ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ৷ 

 

 

 

আরও পড়ুন- ‘অনেকে আবার ডায়েটিংও করেন,সামনে মিষ্টি থাকলেও খান না’, নাম না করে বিঁধলেন মমতা

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷ সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা৷ এক চাকরিপ্রার্থী বলেন, ‘মন্ত্রীমশাই আমাদের সঙ্গে কোনও সহযোগিতা করেননি৷ কোনও রকম কথা বলেননি৷ আমাদের পুলিশ আটক করল৷’ প্রসঙ্গত, কল্যাণী এইমস হাসপাতালে বহিরাগতদের নিয়োগ বন্ধ করার দাবিতে বেশ কিছি দিন আগে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। স্থানীয় যুবক–যুবতীদের নিয়োগের দাবিতে সোচ্চার হয়েছিলেন কল্যাণীর সাধারণ নাগরিকবৃন্দও। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সামনে পেয়ে ফের সেই দাবি তোলা হয়৷ 

বিক্ষোভকারীদের দাবি, কোনও এক অসাধু চক্রের  জেরে বহিরাগতরা কল্যাণী এইমস হাসপাতালে কাজ পাচ্ছেন। অথচ এলাকার শিক্ষিত বেকার যুবক–যুবতীরা সেখানে কাজের সুযোগ পাচ্ছেন না। তাঁদের দাবি, আগে স্থানীয় যুবক–যুবতীদের নিয়োগ করতে হবে। বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। বেশ কিছু চাকরি প্রার্থীকে আটক করা হয়৷ প্রসঙ্গত, ২০১৬ সালে এইমস-এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়৷ এর পর ১১৭ একর জমির উপর গড়ে ওঠে এই এই হাসপাতাল৷