ভাটপাড়া: কমতে পারে পাট জাত দ্রব্যের দাম৷ দিল্লিতে বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে ফিরে শনিবার সকালে এমনই ইঙ্গিত দিলেন ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর কথায়, ‘‘আগামীদিনে জুট শিল্প, শ্রমিক ও চাষিদের জন্য একটা ভালো খবর আসবে বলেই আশা করছি৷’’ ফলে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে সাংসদ অর্জুন সিংয়ের প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছে বলে মনে করছেন তার অনুগামীরা৷
দিল্লি থেকে ভাটপাড়া ফিরে এদিন অর্জুন বলেন, ‘‘”আগামী দিনে জুট মিল শিল্প ও শ্রমিক ও চাষীদের জন্য একটা ভালো খবর আসবে বলেই আশা করছি। পাটের দাম যে বেঁধে দেওয়া হয়েছে সেটা তুলে নেবে বলেই মনে করছি। আগামী দিনে একটা কমিটি গঠন করা হবে৷ যারা সব দিক বিচার করবে এবং মিলগুলো যাতে আবার পুনরুজ্জীবিত হয় তার জন্য কিছু অনুদান দেওয়া হয় সেগুলো যাতে মিল গুলো পায় তার ব্যবস্থা হবে’’ একই সঙ্গে জানিয়েছেন, ‘‘তবে যতক্ষণ না কোন কিছু ঘোষনা হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না ৷ তবে আমি আশাবাদী। আমার সাথে বস্ত্রমন্ত্রীও গৃহ মন্ত্রীর বৈঠক হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।”
বস্তুত, পাট শিল্পকে বাঁচাতে কেন্দ্রের নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ৷ এরপরই তার সঙ্গে বৈঠক করতে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েল তাকে গত কাল দিল্লি ডেকে পাঠান। তিনিও তড়িঘড়ি দিল্লি পৌঁছে যান। সেখানে বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করে শুক্রবার সন্ধ্যায় মজদুর ভবনে তার বাস ভবনে ফিরে আসেন অর্জুন৷ বস্ত্র মন্ত্রীর সাথে তার বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানাজানি হতেই বিজেপির দলীয় কর্মীরা ও জুট মিল শ্রমিকরা তাকে ধন্যবাদ জানাতে হাজির হয়েছিলেন এদিন সকালেও৷ অর্জুন বলেন, ‘‘সব ভালই ভালই মিটে গেলেই ভাল৷’’