কলকাতা: DYFI এর ১১তম সর্বভারতীয় সম্মেলন শুরু হয়েছে। সিপিএমের যুব সংগঠন DYFI-এর কর্মীদের অডিও বার্তায় অভিনন্দন জনালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচর্য। পাশাপাশি তিনি অডিও বার্তায় দেশে জনবিরোধী সরকারকে প্রতিহত বামপন্থী আন্দোলনকে করতে হবে বলেও জানান।
শুক্রবার থেকে সল্টলেকে DYFI-এর ১১ তম সর্বভারতীয় সম্মেলন শুরু হয়েছে। পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচর্য DYFI-এর কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অসুস্থ অডিও বার্তায় তিনি বলেন, রাজ্যে ও দেশে জনবিরোধী ও দমন পীড়নের সরকার চলছে। সেই সরকারকে প্রতিহত করতে বাম আন্দোলন পথ দেখাতে পারে বলে তিনি মনে করছেন। পাশাপাশি তিনি DYFI-এর কর্মীদের রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার জন্য কর্মীদের অভিনন্দন জানান। নিজেদের লক্ষ্যে অবিচল থাকার দাওয়াই তিনি কর্মীদের দেন। তাঁর এই বার্তা শনিবার পাঠ করেন DYFI-এর সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায়।
দীর্ঘদিন ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচর্য। একাধিক শারীরিক অসুস্থতার জন্য তিনি গৃহবন্দি। একাধি শারীরি সমস্যার পাশাপাশি চোখের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। তারপরেও তিনি নিয়মিত দলের খবর রাখেন। খুঁটিনাটি জানতে চান। গত বছর তিনি করোনা সংক্রমিত হন। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর তিনি বাড়িতে বাড়ি আসেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি একাধিকবার বিভিন্ন নির্বাচনে ভোট দিতে পারেননি। সম্প্রতি সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার পর মহম্মদ সেলিম তাঁর বাড়িতে যান। তাঁর সঙ্গে দেখা করেন। বেশ কিছু বিষয়ে আলোচনা হয় বলেও একটি অনুষ্ঠানে মহম্মদ সেলিম জানান।
প্রসঙ্গত, ২০১১ সালের বিধানসভা নির্বাচনে হারের পর থেকে তিনি নিজেকে ক্রমশ প্রত্যক্ষ রাজনীতি থেকে সরিয়ে আনেন। তাঁর শারীরিক সমস্যা সেই দূরত্ব বাড়িয়ে দেয়। পড়াশোনার জগৎ নিয়ে তিনি থাকতে চাইলেও তার প্রধান বাধা হয়ে দাঁড়ায় শারীরিক সমস্যা। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচর্যকে দেখতে একবার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।