নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে আপাত স্বস্তিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলা৷ মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, কয়লা-কাণ্ডে অভিষেক এবং রুজিরাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। শুধু তা-ই নয়, সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে, সস্ত্রীক অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য আগাম নোটিস পাঠাতে হবে। অন্তত ২৪ ঘণ্টা আগে সেই নোটিস দিতে হবে৷
আরও পড়ুন- ধারাল ছুরি নিয়ে ভয় দেখিয়ে দিদির নগ্ন ভিডিও, ধর্ষণ দুই ভাইয়ের
এর আগে ইডি-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক৷ তাঁর অভিযোগ ছিল, জিজ্ঞাসাবাদের নামে দিল্লিতে ডেকে এনে তাঁদের হেনস্তা করা হচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই রায়ে ওয়াকিবহাল মহল মনে করছে, অভিষেকের সেই অভিযোগকেই মান্যতা দেওয়া হল৷ মঙ্গলবার ইডিকে বিশেষ নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা নারুলাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, যদি কলকাতায় ইডির জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিষেকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার।
গত বৃহস্পতিবার অভিষেকের তরফে সুপ্রিম কোর্টে আবেদন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল৷ তিনি বলেন, ইডি কেন তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদ করছে না। এর পরেই সুপ্রিম কোর্ট ইডি’র কাছে জানতে চায়, সস্ত্রীক অভিষেককে কলকাতায় জেরার সমস্যা কোথায়? তখন ইডি নিরাপত্তার ইস্যুটি তুলে ধরে৷ যদিও মঙ্গলবার ইডিকে সুপ্রিম নির্দেশ, অভিষেক-রুজিরাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>