এবার গরমের ছুটিতেও মিলবে মিড ডে মিল, নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দপ্তরের

এবার গরমের ছুটিতেও মিলবে মিড ডে মিল, নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দপ্তরের

a4acaefa6224f81f896380010e2340bc

কলকাতা: এখন থেকে গরমের ছুটিতেও সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীরা পাবে মিড ডে মিল। মঙ্গলবার এমনটাই জানাল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই এই বিষয়ে একটি নির্দেশিকা জেলাশাসকদের পাশাপাশি কলকাতা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যানকেও পাঠিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। প্রসঙ্গত এই প্রথমবার  সরকারি তরফে গরমের ছুটিতে পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, প্রত্যেক পড়ুয়াকে মাথাপিছু ২ কেজি চাল, ২ কেজি আলু, ২৫০ গ্রাম ডাল কিংবা ছোলা জাতীয় শস্য, ২৫০ গ্রাম চিনি এবং একটি করে সাবান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখ থেকেই এই মিড ডে মিল পড়ুয়াদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে গ্রীষ্মের শুরু থেকেই তীব্র দাবদাহে জ্বলছে রাজ্য। অন্যবারের তুলনায় চলতি বছরে গরমের তেজ অনেকটাই বেশি। সে কথা মাথায় রেখেই সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে গরমের ছুটি আরও ১১ দিন বাড়িয়ে মোট দেড় মাস টানা ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই ছুটি ঘোষণার পর থেকে কার্যত মন খারাপ পড়ুয়াদের। ইতিমধ্যেই করোনার জেরে একটানা প্রায় দু’বছর বন্ধ ছিল সমস্ত স্কুল।  চলতি বছরের শুরুর দিকে সবে খুলেছে স্কুলের দরজা। কয়েক মাস স্কুল হতে না হতেই ফের দেড় মাসের জন্য গরমের ছুটি। অর্থাৎ গত ফেব্রুয়ারি মাস থেকে যে মিড ডে মিল চালু হয়েছিল, ফের গরমের ছুটির কোপে তা বন্ধ হতে বসেছিল। এমতাবস্তায় পড়ুয়াদের সহায় হয়েছে রাজ্য সরকার। একটানা এই ৪৫ দিন যাতে তাদের মিড ডে মিল বন্ধ না থাকে তার জন্যই মঙ্গলবার বিকেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *