পঞ্জশির সত্যিই তালিবানের দখলে? প্রতিরোধ বাহিনীর নেতার বাড়ি কবজায়

পঞ্জশির সত্যিই তালিবানের দখলে? প্রতিরোধ বাহিনীর নেতার বাড়ি কবজায়

কাবুল: অগাস্ট মাসে আফগানিস্তান দখল করার পর তালিবান দাবি করে আসছিল যে সেই দেশের প্রত্যেকটি প্রদেশ তাদের কব্জায় চলে গিয়েছে। কিন্তু প্রথম থেকেই তালিবান প্রতিরোধ বাহিনী সেই দাবি নস্যাৎ করে যাচ্ছিল যে পঞ্জশির দখল করতে পারেনি তালিবান। তবে এখন সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ছড়িয়ে পড়েছে যা দেখে অনুমান করা হচ্ছে যে পঞ্জশির সত্যি সত্যি তালিবানের দখলে চলে গেছে। কারণ প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমেদ মাসুদের বাড়ির সামনে দেখা গিয়েছে তালিবান জঙ্গিদের।

সূত্র মারফত জানা গিয়েছে, এখন একটি গোপন ডেরায় রয়েছে তালিবান বিরোধী নেতা আমরুল্লা সালেহ এবং আহমেদ মাসুদ। কিন্তু সেই মাসুদের বাড়ি কার্যত দখল করে নিয়েছে তালিবান। ইতিমধ্যে এই ইস্যুতে তালেবান মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আফগানিস্তানের শেষ প্রদেশ পঞ্জশির তারা দখল করে নিয়েছে। তাই গোটা আফগানিস্তান এখন তাদের কবলে। যদিও এখনো পর্যন্ত নর্দান অ্যালায়েন্স স্পষ্ট করে বলছে যে তালিবান মিথ্যা দাবী করছে কারণ পঞ্জশির এখনো তারা দখল করতে পারেনি। সেখানে এখনো প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে লড়াই করছে এবং যতদিন না স্বাধীনতা পাওয়া যাবে ততদিন লড়াই চালানো হবে বলে জানানো হয়েছে। তবে তারা যতই দাবি করুক, ইতিমধ্যে পঞ্জশিরের সরকারি ভবনের তালিবানি পতাকা উড়তে দেখা গিয়েছে এবং এলাকায় বিক্ষিপ্ত হিংসার ঘটনাও ঘটেছে। তাই মনে করা হচ্ছে যে তালিবান সত্যি সত্যি ওই প্রদেশ দখল করতে সক্ষম হয়েছে। 

 

কিছুদিন আগে অবশ্য, এই প্রদেশ ‘দখলের’ উল্লাসে গুলিবৃষ্টি করেছে তালিবান! নিহত হয়েছে শিশু সহ একাধিক আফগান। কাবুলের বিভিন্ন জায়গায় গুলি চালিয়ে উল্লাস দেখায় তালিবান। দাবি করতে থাকে যে তারা পঞ্জশির দখল করে নিয়েছে। এই প্রেক্ষিতে গুলি চালিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করে তারা এবং তার জন্যই একাধিক আফগান গুলিবিদ্ধ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =