CBI মিলিয়ে দেখছে তাঁর বয়ান, আজ ফের হাই কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়

CBI মিলিয়ে দেখছে তাঁর বয়ান, আজ ফের হাই কোর্টের দ্বারস্থ পার্থ চট্টোপাধ্যায়

59de73146acb364b60c62ac3ccc3b167

কলকাতা: সিবিআই হাজিরা এড়াতে বুধবারই ডিভিশ বেঞ্চে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু, পদ্ধতিগত ত্রুটির কারণে গতকাল হাই কোর্টের রক্ষাকবচ পাননি তিনি৷ সেই ত্রুটি দূর করে বৃহস্পতিবার ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আবেদন জানাবেন তিনি৷

আরও পড়ুন- গরু পাচার কাণ্ড: নিজাম প্যালেসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল

বুধবারই পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছে৷ আজ আর তাঁকে সিবিআই দফতরে যেতে হবে না৷ এবার উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে পার্থর বয়ান মিলিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা৷ তাঁদের বয়ান না মিললে ফের তলব করা হতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ এমনটাই সূত্র মারফত খবর৷ 

বুধবার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায় এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নমব-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে৷ এসএসসি’র যে ৭টা মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, তার সব কটি’র উপর থেকেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়৷ ফলে বুধবার বিকেলে সিবিআই দফতরে হাজিরা দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের৷ হাই কোর্টের কাছ থেকে রক্ষা কবচ আদায়ের একটা চেষ্টা করেছিলেন তাঁর আইনজীবীরাষ কিন্তু তা সফল হয়নি৷ সেক্ষেত্রে যে কোনও পদক্ষেপ করতেই পারত সিবিআই৷ 

বুধবার বিকেল পাঁচটার মধ্যে নাকতলার বাড়ি থেকে বেরন পার্থ চট্টোপাধ্যায়৷ ৫টা ৪০ মিনিটের মধ্যে সিবিআই দফতরে পৌঁছে যান তিনি৷ এর পর প্রায় চার ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ ৯টা নাগাদ নিজাম প্যালেস থেকে বার হন পার্থ চট্টোপাধ্যায়৷