পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, বিকেল ৩টের মধ্যে হাজিরার নির্দেশ হাই কোর্টের

পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, বিকেল ৩টের মধ্যে হাজিরার নির্দেশ হাই কোর্টের

cd6cb096152149f1d3abcb1c65f3ffb5

কলকাতা: আদালতের নির্দেশ অমান্য করে এখনও পর্যন্ত সিবিআই-এর দফতরে হাজিরা দেননি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী৷ মঙ্গলবার রাত ৮টার মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এই ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়৷ এর পরেই সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আজ বিকেল ৩টের মধ্যে শিক্ষা প্রতিমন্ত্রীকে হাজিরার নির্দেশ দেন বিচারপতি৷ 

আরও পড়ুন- ডিভিশন বেঞ্চে ধাক্কা, ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্থের মামলা থেকে সরলেন বিচারপতি ট্যান্ডন ও সামন্ত

১৭ মে পরেশচন্দ্র অধিকারীকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷  কিন্তু, সেই সময় নিজের নির্বাচনী কেন্দ্র কোচবিহারের মেখলিগঞ্জে ছিলেন পরেশ৷ সেই কারণে ওই সময়ের মধ্যে তিনি হাজির হতে পারেননি। এর পরেই মেয়েকে নিয়ে তড়িঘড়ি কলকাতার উদ্দেশে রওনা দেন। জলপাইগুড়ি স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে চাপেন৷ কিন্তু তিনি শিয়ালদা স্টেশনে নামেননি৷ কলকাতায় আসার পথে আচমকাই পদাতিক এক্সপ্রেস থেকে উধাও হয়ে যান তিনি৷ শোনা যায়, তিনি  বর্ধমান স্টেশনে নেমে পড়েন৷ স্টেশন থেকে বর্ধমান সার্কিট হাউসে পৌঁছন৷ কিন্তু বিকেলের পর থেকে সেখানেও আর তাঁকে পাওয়া যায়নি৷ এখনও তাঁর হদিশ মেলেনি৷ 

অভিযোগ, পরেশ কন্য অঙ্কিতা অধিকারীর এসএসসি চাকরিতে বেনিয়ম হয়েছে৷ ওয়েটিং লিস্টে থাকা প্রথম প্রার্থীকে সরিয়ে আচমকাই এক নম্বরে নিয়ে আসা হয় অঙ্কিতার নাম৷ এর পর তিনি চাকরিও পেয়ে যান৷  মঙ্গলবার আদালতে অঙ্কিতার প্রাপ্ত নম্বর ও তাঁর সম্পর্কিত যাবতীয় তথ্য আদানতকে জানান  এসএসসির সদ্য পদত্যাগী চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর পরেই মঙ্গলবার রাত আটটার মধ্যে পরেশকে সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷