কলকাতা: SSC নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে বিগত কয়েক দিন ধরেই কার্যত সরগরম রাজ্য রাজনীতি। একদিকে যেমন কলকাতা হাইকোর্টের নির্দেশে একের পর এক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরার ডাক পাচ্ছেন রাজ্যের মন্ত্রীসহ একাধিক হেভিওয়েট নেতৃত্বরা, অন্যদিকে সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশেই অস্বচ্ছ নিয়োগের কারণে চাকরি খুইয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। এমতাবস্তায় SSC নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ফের পথে নামল AIDSO। তাঁদের মিছিলে এই মুহূর্তে কার্যত উত্তাল দক্ষিণ কলকাতা।
জানা যাচ্ছে SSC নিয়োগ দুর্নীতির বিরোধিতা করে শুক্রবার সকালে একটি বিশাল মিছিল বের করেন AIDSO-এর সদস্যরা। রাসবিহারী থেকে শুরু হওয়া এই মিছিল ক্রমশ এগোতে থাকে হাজরার দিকে। এরপর হাজরা থেকে সেই মিছিল বাঁদিকে বেঁকতেই শুরু হয় চাঞ্চল্য। AIDSO-এর সদস্যদের উদ্দেশ্য ছিল SSC নিয়োগ দুর্নীতির বিরোধিতা করে তাঁরা মুখ্যমন্ত্রীর দুয়ারে বিক্ষোভ প্রদর্শন করবেন। কিন্তু হাজরাতেই তাঁদের পথ আটকায় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পুলিশকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হলে মুহূর্তে রণক্ষেত্রের রুপ নেয় গোটা এলাকা। এরপর কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
অন্যদিকে এই একই বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সল্টলেকের করুনাময়ীতেও। SSC দুর্নীতির বিরোধিতা করে এদিন সল্টলেকের করুনাময়ীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। করুনাময়ীর দিক থেকে আসা ওই মিছিলটি SSC ভবনের দিকে এগোতেই তাঁদের পথ আটকায় বিধাননগর পুলিশ। ফলে সেখানেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ বাহিনীর ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে পুলিশ আটক করেছে বলেও খবর।