আকাশ অন্ধকার, জেলায় জেলায় শুরু বৃষ্টি

আকাশ অন্ধকার, জেলায় জেলায় শুরু বৃষ্টি

66c411214289159589a8fd1bcd765a5c

কলকাতা: ফের বাড়তে শুরু করেছে উষ্ণতার পারদ৷ তীব্র গরমে অস্বস্তিকর অবস্থা৷ হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ এরই মধ্যে স্বস্তির খবর শোনাল আলিপুরর আবহাওয়া দফতর৷ আর কয়েক ঘণ্টার অপেক্ষা৷ আজ অর্থাৎ শনিবার বিকেল থেকেই পাল্টে যেতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলির আবহাওয়া। দক্ষিণের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরেও৷ 

আরও পড়ুন- গানে গানে কাজ শুরু ‘দুয়ারে সরকার’-এর

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরের দিকে মৌসুমী বায়ু আসতে শুরু করেছে৷ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ আবহাওয়াবিদ মলয় বসু রায়চৌধুরী বলেন, ‘‘ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে মৌসুমী বায়ু আসছে৷ এই সময় এখানে আদ্রতাপূর্ণ আবহাওয়াই থাকে৷ আগামী কয়েকদিন আবহাওয়া এরকমই থাকবে৷ তবে উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের অধিকাংশ অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এর মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে৷ দক্ষিণের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা৷’’ 

‘আসানি’-র প্রভাবে বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে৷ কিন্তু সেই প্রভাব কাটতেই ফের বাড়তে শুরু করে দাবদাহ৷ দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে, সেই আশাতেই ছিল মানুষ৷ হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২-১ ঘণ্টার মধ্যে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনা  ও কলকাতায়৷ সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির৷ পাশাপাশি, বৃষ্টির আশঙ্কা রয়েছে হাওড়া ও হুগলিতেও৷ সেখানেও আর কিছুক্ষণের মধ্যেই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বাকি জেলাগুলিতেও৷ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আকাশের মুখ ভার৷ কোবও কোনও জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি৷ হাওয়া অফিস জানাচ্ছে, আজ ও আগামীকাল পূর্ব ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।  মায়ানমার সংলগ্ন সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ৷