তৃণমূল নেতার স্ত্রীকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ! কাঠগড়ায় দলেরই এক নেতা

তৃণমূল নেতার স্ত্রীকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ! কাঠগড়ায় দলেরই এক নেতা

কলকাতা: কী হচ্ছে তৃণমূল কংগ্রেসে? দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজ্যের মন্ত্রীরা, দলের অন্দরেও ‘কোন্দল’-এর কোনও শেষ নেই। এই সব নিয়ে ঝক্কি রয়েছে অনেক। এবার আরও ন্যক্কারজনক ঘটনায় নাম জড়িয়ে পড়ল ঘাসফুল শিবিরের। তৃণমূল নেতার স্ত্রীকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠেছে, আর তাতে অভিযুক্ত তৃণমূলেরই এক নেতা! ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। মূল অভিযুক্ত আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস।

আরও পড়ুন- এসএসসি ভবনের একাধিক ঘর তালাবন্ধ, ইন্টারনেট বিচ্ছিন্ন করাও হয়েছে

আদতে কী ঘটেছে? জানা গিয়েছে, কালিয়াগঞ্জের শিমুলতলার বাসিন্দা বছর পঞ্চাশের এক মহিলা অভিযোগ তুলেছেন, আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস তাঁকে ফেসবুক মেসেঞ্জারে লাগাতার অশ্লীল বার্তা এবং নগ্ন ছবি পাঠিয়ে গিয়েছেন। যিনি এই অভিযোগ করছেন তাঁর স্বামী এক সময়ে আইএনটিটিইউসির কালিয়াগঞ্জ শহর কমিটির সভাপতি ছিলেন বলেই দাবি। অর্থাৎ তৃণমূলের এই নেতার স্ত্রীকে উত্ত্যক্ত করছেন অন্য এক তৃণমূল নেতাই। মহিলা জানাচ্ছেন, তাঁর যে ফেসবুক প্রোফাইল আছে সেটা তাঁর মেয়ে চালান। শেখর দাস সেখানে ফ্রেন্ড রিক্যুয়েস্ট পাঠানোয় তা অ্যাকসেপ্ট করা হয়। এর পর থেকেই নাকি ক্রমাগত তাঁর ম্যাসেঞ্জারে নগ্ন ছবি আসতে শুরু করে। একই সঙ্গে অশ্লীল বার্তাও আসত বলে দাবি।

মহিলার ছেলের অভিযোগ আরও বড়। সে জানিয়েছে, শেখর দাস তাঁর থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিল দলের পদ পাইয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে। যা পরে হয়নি। এরপর থেকেই নাকি সে ওই কাণ্ড ঘটিয়েছে। কারণ তাঁর কাছে শেখর দাসের ওই টাকা নেওয়ার ভিডিও আছে। যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, যা বলার জেলা সভাপতি বলবেন। অন্যদিকে, জেলা সভাপতি জানিয়েছেন, তাঁর কাছ অভিযোগ এসেছে এবং তিনি তা খতিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + two =