কাকদ্বীপ: দুবছর ধরে দু মাসের বেতন বকেয়া। বারবার প্রশাসনের কাছে জানানো সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি বলে দাবি। এবার বৃহত্তর আন্দোলনে নামলো সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের (কাকদ্বীপ শাখা) শতাধিক মহিলারা।
সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ চৌরাস্তা থেকে কয়েকশো মহিলা মিড-ডে-মিল কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে। এরপর কাকদ্বীপ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, করোনা মহামারীর কালে ২ মাস কোনো বেতন পায়নি মিড-ডে-মিল কর্মীরা। দু’বছর ধরে বারবার প্রশাসনের কাছ দ্বারস্থ হলেও শুধু প্রতিশ্রুতি সার কোন রকম সুরাহা হয়নি। এবার নিজেদের বকেয়া বেতন পেতে আন্দোলনের পথে হাঁটল কয়েকশো মিড ডে মিল কর্মীরা।
বিক্ষোভ মিছিলের পাশাপাশি কাকদ্বীপ বিডিও অফিসে ডেপুটেশন দেয় সারা বাংলা মিড-ডে-মিল ইউনিয়নের কাকদ্বীপ শাখার পক্ষ থেকে। বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ কয়েকশো মহিলাদের। অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে মিড-ডে-মিল কর্মীরা। কাকদ্বীপ বিডিও দিব্যেন্দু সরকার জানান, ইতিমধ্যে আমার কাছে অভিযোগ এসে পৌঁছেছে। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি। মহিলা মিড ডে মিল কর্মীদের সমস্যা দ্রুত সমাধানের জন্য ইতিমধ্যেই উনাদের দাবিদাবা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। আমরা আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।