শুভেন্দুর ‘পাশে’ রাজ্যপাল, নালিশ শুনে তলব মুখ্যসচিবকে

শুভেন্দুর ‘পাশে’ রাজ্যপাল, নালিশ শুনে তলব মুখ্যসচিবকে

কলকাতা: তৃণমূল কংগ্রেস বরাবর অভিযোগ তুলে এসেছে যে রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপির হয়েই কথা বলেন। প্রথম থেকেই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠতা’ নিয়ে প্রশ্ন তুলেছে তারা। এবার একবার ফের একই রকম আবহ তৈরি হল। শুভেন্দুর ‘পাশে’ দাঁড়িয়ে তাঁর অভিযোগ শুনে রাজ্যের মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল। কিন্তু ঠিক কী কারণে এই তলব?

আরও পড়ুন- ঘরে ফিরেই গুরুদায়িত্ব! বনগাঁ সাংগঠনিক জেলা সামলাবেন অর্জুন

আসলে কিছুদিন আগে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশি অভিযান হয়। তল্লাশি চালানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই সরাসরি রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে ‘নালিশ’ জানান রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর অভিযোগের প্রেক্ষিতেই এদিন রাজ্যের মুখ্যসচিবকে তলব করেন রাজ্যপাল। শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশের অভিযান কেন, এই প্রশ্ন তুলেই মুখ্যসচিবকে তলব করেছিলেন তিনি। রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়ে দাবি করেছিলেন যে, বিনা নোটিস এবং কোনও রকম ওয়ারেন্ট ছাড়াই তাঁর অফিসে তল্লাশি চালানো হয়। শুভেন্দুর বড় দাবি ছিল, তাঁর বিরুদ্ধে রাজ্য সরকার ষড়যন্ত্র করছে।

এই ঘটনা সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে দেখা যায়, শুভেন্দু অধিকারীর অফিসের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। সেই ভিত্তিতে আগেই মুখ্যসচিবের কাছে রিপোর্ট চান রাজ্যপাল। কিন্তু রিপোর্ট এসে পৌঁছনোর আগেই তাঁকে সরাসরি রাজভবন তলব করা হল। এই নিয়ে এদিন টুইটও করেন রাজ্যপাল। লেখেন, শুভেন্দুর অধিকারীর অফিসে তল্লাশি অভিযান সম্পর্কে তথ্য দিতে হবে মুখ্যসচিবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *