‘আমাদের চুরির ভাগ পেত দফতর’, বিস্ফোরক দাবি রেশন ডিলারদের

‘আমাদের চুরির ভাগ পেত দফতর’, বিস্ফোরক দাবি রেশন ডিলারদের

বনগাঁ: রাজ্য সরকারকে ‘চোর’ বলে আখ্যা দিলেন রেশন ডিলাররা। ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোশিয়সেনর তরফে বিস্ফোরক অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। অ্যাসোশিয়সনের পক্ষে অভিযোগ করা হয়েছে, ‘আমারা আগে চুরি করতাম। চুরির ভাগ দিতাম খাদ্য দফতরকে।’

মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার অ্যাসোশিয়সেনর পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। একাধিক দাবিতে তারা ডেপুটেশন জমা দেয়। বনগাঁ মহকুমা খাদ্য দফতরের আধিকারিকদের ১৪ দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়। পাশাপাশি ডিলার সংগঠনের তরফে অবস্থান বিক্ষোভ করা হয়। সেই বিক্ষোভেই রাজ্য সরকারকে ‘চোর’ বলে অবিহিত করা হয়। ডিলার অ্যাসোসিয়েশনের সভাপি দিলীপ চৌধুরী বলেন, ‘‘আগে আমরা চুরি করতাম, চুরির ভাগ দিতাম খাদ্য দফতরকে। এখন আমরা চুরি করি না। রাজ্য সরকার চুরি করে।’’ তিনি অভিযোগ করেন, ‘‘রেশনকার্ড থাকার পরেও বায়োমেট্রিক লাল হয়ে থাকছে। সেই খাদ্যসমগ্রী কোথায় যেত।’’ এই বিষয়ে মহকুমা খাদ্য দফতরের আধিকারিক কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

তৃণমূল যুব কংগ্রেসের নেতা তথা জেলা সভাপতি সন্দীপ দেবনাথ বলেন, ‘‘এই সরকারের আমলে চুরি বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণেই ডিলারদের এত ক্ষোভ। তাঁরা রাজ্য সরকারকে চোর বলছেন। ডিলাররা আগের মতো চুরি করতে পারে না।’’ বনগাঁ বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, ‘‘আমরা তো অনেক আগে থেকেই বলছি, এটা চোরদের সরকার। এমআর ডিলাররা রাজ্য সরকারের অঙ্গ। এখন তারাই রাজ্য সরকারকে চোর বলে উল্লেখ করছে। আবার প্রমাণিত হয়েছে, তৃণমূল সরকার আসলে চোরের সরকার।’’        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =