কলকাতা: চলতি সপ্তাহে জরুরি ভিত্তিতে আরও একবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক হতে চলেছ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আগামী বৃহস্পতিবার নবান্নে বৈঠক হতে চলেছে। বৈঠকের মন্ত্রিসভার রদবদল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
নবান্নে বৃহস্পতিবারের বৈঠকে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এসএসসি দুর্নীতি নিয়ে আলোচনা হবে হলে মনে করা হচ্ছে। এসএসসি দুর্নীতি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট অস্বস্তিতে রাজ্য সরকার। রাজ্য সরকারের দুই মন্ত্রীকে ইতিমধ্যে সিবিআইয়ের মুখে পড়তে হয়েছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে। ফের সিবিআই তাঁকে তলব করেছে। পাশাপাশি মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে একাধিকবার সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি কোথাও নিজেকে শিক্ষিকা বলে পরিচয় দিতে পারবেন না। পাশাপাশি দুই কিস্তিতে তাঁকে ৪১ মাসের বেতন ফেরত দিতে হবে বলেও হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
সিসিএসি নিয়োগের দুর্নীতির জেরে বিরোধীদের একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছে। পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগের মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারকে। যার জেরে চরম অস্বস্তিতে সরকার। নিজেদের ভাবমূর্তি ফেরাতেই মন্ত্রিসভার রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে।