নয়াদিল্লি: মূল্যবৃদ্ধিতে জেরে জেরবার মধ্যবিত্ত৷ তেল থেকে জ্বালানি, সবজি-মাছ-মাংস সব কিছুর দামই আকাশ ছোঁয়া৷ এরই মধ্যে আমজনতাকে স্বস্তি দিতে পেট্রল-ডিজেল ও ভোজ্য তেলের দাম কমাতে পদক্ষেপ করে কেন্দ্র৷ এবার চিনির দামে লাগাম টানতে বড়সড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার।
আরও পড়ুন- ফের পার্থ চট্টোপাধ্যায়কে CBI তলব, নিজাম প্যালেসের উদ্দেশে রওনা প্রাক্তন শিক্ষামন্ত্রীর
গত ছ’বছরের মধ্যে এই প্রথম চিনি রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে বেশ কয়েকটি ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে বছরে ১ কোটি টনের বেশি চিনি বিদেশে রফতানি করা যাবে না। ফলে অভ্যন্তরীণ বাজারে চিনির পরিমাণ বাড়বে৷ যোগান বেশি থাকলে স্বাভাবিক নিয়মেই কমবে দাম৷ এর ফলে মূল্যবৃদ্ধির উপরেও রাশ টানা সম্ভব হবে৷
ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর ১ জুন থেকেই চিনি রফতানি সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। তবে সিএক্সএল এবং টিআরকিউয়ের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা চিনির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
করোনা কালে একদিকে যেমন জ্বালানির দাম বেড়েছিল, তেমনই পাল্লা দিয়ে বাড়ে সরষে, সয়াবিন, পাম-সহ সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছিল লাফিয়ে লাফিয়ে। টান পড়ে মধ্যবিত্তের হেঁশেলে। যার জন্য কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে আমজনতা। এবার ড্যামেজ কন্ট্রোলে নেমেছে সরকার। চিনির দাম কমলে নিঃসন্দেহে স্বস্তি পাবে সাধারণ মানুষ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>