২ মাওবাদী নেতার সন্ধান দিলেই মিলবে ১০ লক্ষ টাকা, পুরষ্কার ঘোষণা এনআইএ-র!

২ মাওবাদী নেতার সন্ধান দিলেই মিলবে ১০ লক্ষ টাকা, পুরষ্কার ঘোষণা এনআইএ-র!

কলকাতা: ফেরার দুই মাওবাদী নেতা-নেত্রীর খোঁজে পোস্টার সাঁটাল জাতীয় তদন্তকারী সংস্থা NIA৷ দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ নাশকতা চালানোর অভিযোগ রয়েছে অভিযুপক্ত দু’জনের বিরুদ্ধে৷ অসম হামলাতেও নামও রয়েছে৷ এহেন দুই মাওবাদী নেতা-নেত্রীর খোঁজে মাথা পিছু পাঁচ লক্ষ টাকার পুরষ্কারের কথা ঘোষণা করেছেন তদন্তকারীরা। রীতিমতো পোস্টার সাঁটিয়ে পুরষ্কারের কথা জানানো করা হয়েছে৷ যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাকদহ থানা এলাকায়৷

এনআইএর খাতায় ‘ফেরার’ ওই দুই মাও নেতা-নেত্রীর নাম নির্মলা বিশ্বাস (৫১) ও আমিরুদ্দিন আহমেদ (৫২)৷ পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে নদীয়ার চাকদহ থানা এলাকায় আসেন এনআইএ-র (NIA) এক প্রতিনিধি দল৷ তাঁরা স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে কল্যাণী ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের কালিপুর এলাকায় যান৷ এনআইএ-র দাবি, এই এলাকাতেই ঘাঁটি গেড়েছিলেন এই দুই মাওবাদী৷ অসমে বিশ বছরের পুরোনো মাওবাদী হামলায় নাম রয়েছে ওই দুই নেতা-নেত্রীর৷ তবে এদিন এলাকায় তাঁদের কোনও খোঁজ পাননি তদন্তকারীরা৷

এলাকায় খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন, অভিযুক্তরা আর সেখানে থাকেন না। তবে আগে এই এলাকায় বেশ কিছুদিন তাঁদের দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর৷ ফলে এখান থেকে অভিযুক্তরা ফের কোথায় ঘা-ঢাকা দিয়েছেন তা জানতে এবার ফেরার ওই দুই মাও নেতা-নেত্রীর সন্ধানে মাথা পিছু পাঁচ লক্ষ টাকা পুরষ্কারের পোস্টার সাঁটানো হয়৷ পোস্টারে বলা হয়েছে এদের সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =