জমা পড়ল ব্যক্তিগত সম্পত্তির নথি, শুক্রেই ফের অনুব্রতকে তলব সিবিআইয়ের

জমা পড়ল ব্যক্তিগত সম্পত্তির নথি, শুক্রেই ফের অনুব্রতকে তলব সিবিআইয়ের

কলকাতা: মঙ্গলের পর বুধেও তলব করা হয়েছিল নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে। কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বুধবারও সিবিআই দপ্তরে হাজিরা এড়িয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডের পর এবার ভোট-পরবর্তী হিংসাতেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আর সেই প্রসঙ্গেই মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কথা জানিয়ে মঙ্গলবার এই হাজিরা এড়ান কেষ্ট। বুধবার ফের তাঁকে গরুপাচার মামলায় ডাকা হলে অনুব্রতের পরিবর্তে তাঁর আইনজীবী সিবিআই দপ্তরে গিয়ে তাঁর ব্যক্তিগত সম্পত্তির নথি জমা করেছেন বলে খবর। প্রসঙ্গত শেষ যেদিন অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা সেদিনই তাঁকে নির্দেশ দেয়া হয়েছিল যে পরের দিন যেন তিনি তাঁর ব্যক্তিগত সম্পত্তির সমস্ত নথি নিয়ে এসে সিবিআই দপ্তরে জমা দেন। সেই নির্দেশ মেনেই অনুব্রতর আইনজীবী বুধবার সম্পত্তির যাবতীয় নথি সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন বলে খবর। আর সেই সমস্ত নথি হাতে পেতেই শুক্রবার ফের অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সিবিআই।

উল্লেখ্য, গত সপ্তাহে গরু পাচার কান্ড মামলায় সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। হাজিরা দেওয়ার সময় তিনি সিবিআই আধিকারিকদের জানান যে তিনি অসুস্থ এবং সেদিনই তাঁর ডাক্তারের অ্যাপোয়েন্টমেন্ট নেওয়া রয়েছে। এরপর সিবিআই দপ্তরে এর প্রায় ঘণ্টা দুই জেরার পর নিজাম প্যালেস থেকে সরাসরি অনুব্রত মণ্ডল জান এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। সেখানে প্রায় ঘণ্টা তিনেক থাকার পর ঘরমুখী হন কেষ্ট। তারপরের দিনই তিনি বীরভূমে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন।

অন্যদিকে জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত সম্পত্তির সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই আয়কর দপ্তরের কাছ থেকেও কেষ্টর যাবতীয় সম্পত্তির নথি চেয়ে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা। অনুব্রত মণ্ডলের জমা দেওয়ার নথি এবং আয়কর দপ্তর থেকে পাওয়া নথি মিলিয়ে দেখা হবে। তার জন্যই সিবিআই আধিকারিকদের এই পদক্ষেপ বলে খবর। আজ অর্থাৎ বুধবার অনুব্রত মণ্ডলের আইনজীবী তৃণমূল নেতার বিগত পাঁচ বছরের আয়কর রিটার্ন, সম্পত্তির তালিকা, কোথায় কি স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে এবং তাঁর যে ক’টি বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সে সমস্ত কিছুর তথ্য সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন বলে খবর। তবে এখন প্রশ্ন হল আগামী শুক্রবার কি সিবিআই আধিকারিকদের ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজিরা দেবেন অনুব্রত? নাকি এবারও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি হাজির এড়াবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 19 =