কলকাতা: ফের একবার বাংলার প্রশাসনের সাফল্যের মুকুটে নতুন এক পালক। আবার ‘স্কচ’ অ্যাওয়ার্ড পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর আগে অর্থ দফতর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দফতর পেয়েছিল এই সম্মান। এবার পেল পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর। ‘স্কচ স্টেট অফ গভর্ন্যান্স রিপোর্ট ২০২১’ ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গ শীর্ষ স্থান অধিকার করেছে।
আরও পড়ুন- জেদের প্যাডেল ঘুরিয়েই মুখ্যমন্ত্রীর বাড়িতে ছোট্ট সায়ন্তিকা, গাল টিপে আদর মমতার
এদিন সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে নবান্ন থেকে অবগত করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, সারা দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্বের তালিকায় শীর্ষ পদ পেয়েছে বাংলা। দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করতে পেরেছে। গোটা বিষয়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। জানান, তাঁর জন্যই এই সাফল্য প্রাপ্তি ঘটেছে পশ্চিমবঙ্গের। শিক্ষা মন্ত্রী আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে চরম উন্নতি হয়েছে তা এই সম্মান প্রমাণ করে দেয়। পরিকাঠামো বদল থেকে শুরু করে, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, সবই হয়েছে এই সরকারের আমলে। এমনই দাবি করেন ব্রাত্য।
উল্লেখ্য, রাজ্যের শিক্ষাক্ষেত্রে প্রসার আনার উদ্যোগ নিয়ে ‘কন্যাশ্রী’ ‘সবুজ সাথী’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-এর মতো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই প্রেক্ষিতে বাংলার পড়ুয়া মহলের বিশেষ উন্নতি হয়েছে বলেই দাবি। প্রসঙ্গত, আগামী ১৮ জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে।