কলকাতা: তাঁর নামে ভুরি ভুরি অভিযোগ। একাধিকবার বিভিন্ন ইস্যুতে নাম জড়িয়েছে তাঁর। এবার আরও একটি ইস্যুতে সংবাদ শিরোনামে চলে এলেন নির্মল মাজি। কারণ তাঁকে তাঁর পদ থেকে অপসারিত করা হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে অপসারণ ঘটেছে তাঁর। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: দুই টোটোচালকের সঙ্গে পালাল একই পরিবারের দুই বধূ! বিরাট চাঞ্চল্য
পরীক্ষায় জোর করে সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখতে বাধ্য করা থেকে, মানুষের জন্য মেশিন দিয়ে সারমেয়র ডায়লাসিস করানোর মতো বড় বড় অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ থেকে বহুমূল্য ওষুধ সরানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় আবার করোনা মহামারি ছিল। সেই খবর সামনে আসতেও হইচই শুরু হয়। অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। এখন মনে করা হচ্ছে, সেই অস্বস্তি কাটাতেই নিমল মাজিকে পদ থেকে সরানো হয়েছে। তাঁর জায়গায় চিকিৎসক সুদীপ্ত রায়কে কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির সভাপতির পদে আনা হয়েছে। ইনি আবার আরজি কর মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির সভাপতি তথা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক।
তবে নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয়, আরও আছে। সম্প্রতি তাঁর রেফার করা রোগীকে ভর্তি নিতে দেরি হওয়ায় চিকিৎসকদের গালিগালাজ করা এবং হুমকি দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছিল। সেই রোগী মারা যাওয়ায় আরও বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়। সব মিলিয়ে শাসক শিবির চূড়ান্ত অস্বস্তিতে পড়েছিল।