কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। কিন্তু আজ আবার বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ ছুঁলো। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪৮ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ২৩১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজও এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৩ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৭ হাজার ৬৬৭ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৩৪২ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫২ লক্ষ ৬৯ হাজার ৭১৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।
করোনা, মাঙ্কিপক্স ছাড়া এখন আবার টম্যাটো ফ্লু নিয়ে চিন্তা। বাংলার একাধিক পড়শি রাজ্য তথা দক্ষিণ ভারতের অনেক রাজ্যে এই রোগে আক্রান্ত হয়েছে বহু শিশু এমন খবর মিলছে। এই রোগের মূল উপসর্গ প্রবল জ্বর এবং র্যাশ। ওড়িশা থেকে কেরল, তামিলনাড়ু সহ একাধিক রাজ্য মিলিয়ে প্রায় শতাশিক শিশু এই রোগে সংক্রমিত হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের একাংশের দাবি, ৩ থেকে ৫ দিন থাকে এই রোগের উপসর্গ। যদিও এটি প্রাণঘাতী নয়।