কলকাতা: জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার দিনই জানা গিয়েছিল যে শুক্রবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। নির্ধারিত দিনেই বিজ্ঞপ্তি এল। আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন হওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী ৩ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। তার পরের দিন অর্থাৎ ৪ জুন মনোনয়নগুলির স্ক্রটিনি হবে। আর ৬ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। আর সবকিছু শেষ করতে হবে ৭ জুনের মধ্যে। এই নির্বাচনের গণনা ২৯ তারিখ।
আরও পড়ুন- শুধু মেয়ে নয়, ২৫ আত্মীয়কেও পরেশ দিয়েছেন চাকরি! অভিযোগ এমনই
এছাড়াও নির্বাচনের বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, সকাল ১১ থেকে দুপুর ৩ পর্যন্ত জমা নেওয়া হবে মনোনয়ন। রাত ৯ থেকে সকাল ৯ পর্যন্ত কোনও মিছিল-মিটিং করা যাবে না। একই সঙ্গে, আদর্শ আচরণবিধি কার্যকর হবে শুধু ভোটের জায়গায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনার এটাও ঘোষণা করে দিয়েছেন যে, জিটিএ-র সঙ্গেই শিলিগুড়ি মহকুমা পরিষদে নির্বাচন হবে ২৬ জুন। শুধু তাই নয়, রাজ্যের মোট ছ’টি ওয়ার্ডে নির্বাচন ওই একই দিনে হবে, তাদের মধ্যে রয়েছে ঝালদা এবং পানিহাটি। সব ভোটের ফল ঘোষণা হবে ২৯ জুন।
কোন কোন ওয়ার্ডে তাহলে নির্বাচন হতে চলেছে? জানা গিয়েছে ওই নির্ধারিত দিনে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড, পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাড়াও চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড এবং ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ভোট হবে।