কলকাতা: রাজনৈতিক ভাবে একদমই ভাল অবস্থায় নেই সিপিএম। ২০২১ বিধানসভা নির্বাচন তার সবথেকে বড় প্রমাণ। যদিও বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পর ধীরে ধীরে নিজেদের উজ্জীবিত করার প্রক্রিয়া শুরু করেছে বাম নেতারা। সংগঠনে বদল আনা হয়েছে, নেতৃত্বে বদল আনা হয়েছে। কিন্তু এবার কি দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে বাম দলের অন্দরে? প্রশ্ন ইতিউতি। কারণ সদ্যই খোদ মহম্মদ সেলিমের সামনে পদ থেকে ইস্তফা দিয়েছে এক যুব নেতা।
আরও পড়ুন- ‘তুমি তোমার জামাইকে নিয়ে থাকো, আমি চললাম’, মাকে বলেছিলেন মঞ্জুষা
শিলিগুড়িতে জেলা সম্পাদক মণ্ডলীতে কারা কারা থাকবে তা নিয়ে সম্প্রতি টানাপোড়েন শুরু হয় দলের অন্দরে। তার প্রেক্ষিতেই সিপিএমের যুব নেতা পার্থ মৈত্র পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের উপস্থিতিতেই এই পদত্যাগ হয়েছে বলে খবর। তাই দলের অস্বস্তি যে বেড়েছে তা বলাই বাহুল্য। তবে হঠাৎ কী নিয়ে সমস্যা? দলীয় সূত্রে খবর, জেলা সম্পাদক মণ্ডলীতে একাধিক নেতাকে রেখে দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। যারা যুব নেতা আছেন তাদের বক্তব্য, একাধিক বার পরাজয়ের পরেও অনেক প্রবীণ নেতা পদ আঁকড়ে রয়েছেন। যুবদের জায়গা দিতে চাইছেন না তারা। এই নিয়েও বিবাদ।
যুব নেতাদের আরও দাবি, এইসব প্রবীণ নেতাদের জন্য জনসংযোগ তলানিতে ঠেকেছে দলের। কেউ কেউ আবার ‘নিজের লোক’কে দলের জায়গা করে দেওয়ার জন্য প্রবীণ নেতাদের সমর্থন করছে, তাদের প্রধান্য দিচ্ছে। এই সব নিয়েই শিলিগুড়ি জেলা সিপিএমে তিক্ততা বাড়ছে। বিগত কয়েক বছরে একটি ভোটেও আশানুরূপ ফল করতে পারেনি লাল বাহিনী। দলীয় সংগঠন মজবুত করার সময়ে এখন দলীয় দ্বন্দ্বে জেরবার হচ্ছে তারা।