‘বরং চুপই থাকি, কি বলো লকেট?’ বাবুলের খোঁচা আসলে কীসের ইঙ্গিত

‘বরং চুপই থাকি, কি বলো লকেট?’ বাবুলের খোঁচা আসলে কীসের ইঙ্গিত

কলকাতা: অর্জুন সিং ফের একবার তৃণমূল কংগ্রেসের চলে আসায় বঙ্গ বিজেপির রাজনৈতিক মাটি যেন আরও আলগা হতে শুরু করেছে। অর্জুনের আগে অনেক নেতা বিজেপিতে গিয়ে আবার ফিরেছেন তৃণমূলে। আর এখন বেশ কয়েক জন বিজেপি নেতাকে নিয়ে জল্পনা তীব্র। তাদের মধ্যে আছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি অবশ্য নিজে দল বদল নিয়ে অন্য কথাই বলেছেন। কিন্তু তাতে বাবুল সুপ্রিয়র কিছু এসে যায় না মনে হয়। তাই তো তিনি বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ফেললেন লকেটকে নিয়েই।

আরও পড়ুন- অবৈধ নয় যৌনকর্ম! বিরাট রায় সুপ্রিম কোর্টের, পুলিশকে কড়া নির্দেশ

এদিন সকালে একটি টুইট করেন বাবুল। সরাসরি দল বদল ইস্যু নিয়ে কথা না বললেও তাঁর টুইটে যথেষ্ট ইঙ্গিত আছে তারই। ঠিক কী বলেছেন তিনি? বাবুল বলছেন, ”মাননীয়া লকেট বলছেন, ‘বিজেপি যে সম্মান দিয়েছে তারপর দল বদল করার কোনও প্রশ্নই ওঠে না। যাঁরা ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন তাঁরা অসম্মানের সঙ্গে রয়েছেন। বাবুল সুপ্রিয় তৃণমূলে গিয়ে কী পেয়েছেন? এখনও দ্বিতীয় একাদশেই রয়ে গিয়েছেন’। আমি বরং চুপই থাকি, কি বলো লকেট?” এই লেখার পাশে একটি হাসির ইমোজিও দিয়েছেন তিনি। অনেকের ধারণা, বাবুল বলতে চাইছেন যে, নিজের আসল কামনা চেপে রাখতেই এই ধরণের কথা বলছেন লকেট। তিনিও আদতে বিজেপিতে সম্মান পাচ্ছেন না।

যদিও এখনও পর্যন্ত লকেট চট্টোপাধ্যায় দল বদলের জল্পনা উড়িয়েই দিয়েছেন। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস আসলে বিজেপিকে দুর্বল করতে চাইছে। তাই এইসব কথা বলে বাংলায় বিজেপি কর্মী, সমর্থকদের মনোবল ভাঙার চেষ্টা করছে। তবে লকেটের পাশাপাশি অনুপম হাজরা এবং সৌমিত্র খাঁ’কে নিয়েও জোর আলোচনা বহাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =