কলকাতা: রাজ্যের একাধিক জেলায় তল্লাশি করে প্রচুর বোমার হদিশ মিলেছে বিগত কয়েক দিনে। ভোটের আগে বা পরে বোমা উদ্ধার হওয়ার ঘটনা তো রোজনামচা হয়ে গিয়েছে। শহর কলকাতাও এই ঘটনা থেকে বাদ যায় না। কলকাতাতেও বোমা উদ্ধার হয়েছে এর আগে। এবার আবার হল। সংবাদ শিরোনামে চলে এল তিলজলা। সেখানে ফলের ঝুড়ির মধ্যে থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন- ‘ধর্ষণ করেছে তৃণমূল নেতার ভাগ্নে, ছেলে ফেঁসে গিয়েছে’ হাঁসখালি কাণ্ডে ফাঁস বিস্ফোরক অডিয়ো
তিলজলা পুলিশের হেফাজতে এক বন্দি ছিল। তাকে জেরা করেই প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছিল যে তিলজলা রোডের ৫ নম্বর ঝুপড়ির কাছে কোথাও বোমা আছে। সেই মতো তল্লাশি অভিযান চালায় তারা। এই অভিযানের ফলেই ওই এলাকায় একটি ফলের ঝুড়ি বালি চাপা দেওয়া অবস্থায় ১১টি বোমা উদ্ধার করা হয়। কয়েকদিন আগে শেখ তনু নামে এক যুবককে বেআইনি অস্ত্র নিজের কাছে রাখার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করার পরেই এই বোমার কথা জানতে পারে তারা। যদিও কী ভাবে ওই এলাকায় বোমা এল, তা এখনও জানা যায়নি। আর অন্য কোথাও বোমা রাখা আছে কিনা সেটাও এখনও স্পষ্ট নয়। তাই তল্লাশি অভিযান জারি রেখেছে তিলজলা থানা।
এর আগে এপ্রিল মাসে হরিদেবপুরে এলাকার ৪১ পল্লি ক্লাবের সামনে একটি পরিত্যক্ত অটোর ভিতরে থেকে উদ্ধার করা হয়েছিল বেশ কয়েকটি বোমা। পরিত্যক্ত ওই অটোতে ছিল ১৯টি তাজা বোমা, একটি আগ্নেয়াস্ত্র এবং বুলেট। একটি প্লাস্টিকের ব্যাগের ভিতরে রাখা ছিল বোমাগুলি। খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজির হয় পুলিশ এবং বোমাগুলি উদ্ধার করা হয়। পরে জানা গিয়েছিল, যে অটোতে এগুলি মিলেছে সেটি হরিদেবপুর রুটের নয়। অটোর গায়ে বিজয়গড় থেকে চক্রবেড়িয়া লেখা ছিল।