১০৩ ঘণ্টা একটানা অনশনে গুরুতর অসুস্থ গুরুং, ভর্তি হাসপাতালে

১০৩ ঘণ্টা একটানা অনশনে গুরুতর অসুস্থ গুরুং, ভর্তি হাসপাতালে

শিলিগুড়ি: প্রায় পাঁচদিন ধরে টানা অনশন। আর এই আমরণ অনশনের ১০৩ ঘন্টা পরে রবিবার বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। রবিবার বিকেলে তাঁকে তড়িঘড়ি দার্জিলিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, পাহাড়ে জিটিএ নির্বাচনের বিরোধিতায় আমরণ অনশনে বসেছেন জনমুক্তি মোর্চার প্রধান। অনশনে বসার তৃতীয় দিন থেকেই একটু একটু করে বিমলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল। তখন থেকেই তাঁকে অনশন প্রত্যাহার করার এবং হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু বারবার তাঁদের সেই আবেদন ফিরিয়েছেন গুরুং। শেষমেষ রবিবার তাঁর শারীরিক অবস্থা একেবারে ভেঙ্গে পড়লে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, অনশনের চতুর্থ দিন বিকেল থেকে বিমলের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর রক্তচাপ ওঠানামা করতে শুরু করে। এরপর রবিবার সকাল থেকে বিমল গুরুংয়ের প্রস্রাবের সঙ্গে রক্ত পড়তে শুরু করে। চিকিৎসকরা জানিয়েছেন, এই মুহূর্তে বিমল গুরুংয়ের সোডিয়াম এবং পটাশিয়ামের লেভেল একেবারেই অনিয়ন্ত্রিত। সেইসঙ্গে রক্তচাপও বারবার ওঠানামা করছে। তাই শেষমেষ তাঁকে অনশন মঞ্চ থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুং এখনও অনশন জারি রাখতেই চেয়েছেন। অনসন ভাঙ্গার কোনও প্রশ্নই নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর দলের সঙ্গীদের। আর তাই মোর্চা সাধারণ সম্পাদক রোশোন গিরির দাবি, ‘অনশন চলছে। শুধু তার জায়গা বদল হয়েছে।’

উল্লেখ্য রোববার সকালেই বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করেছেন বিজেপির একদল সাংসদ ও বিধায়করা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান। এরপর মোর্চার দলীয় কার্যালয়ে একটি বৈঠক করেন গুরুং। কিন্তু বিকেলের পরেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলেও হাসপাতালে এখনও অনশন জারি রেখেছেন বিমল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =