শিক্ষকের সঙ্গে বকখালি ঘুরতে গিয়ে নিখোঁজ, ফ্রেজারগঞ্জের সমুদ্রে মিলল ছাত্রের দেহ

শিক্ষকের সঙ্গে বকখালি ঘুরতে গিয়ে নিখোঁজ, ফ্রেজারগঞ্জের সমুদ্রে মিলল ছাত্রের দেহ

কলকাতা: শিক্ষকের সঙ্গে বকখালি বেড়াতে গিয়েছিল সে৷ সেখানেই ঘটল চরম পরিণতি৷ সমুদ্রে তলিয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে৷ সমুদ্রের জলে তলিয়ে যায় ওই ছাত্র। দিনভর খোঁজাখুজি চলে৷ কিন্তু, হদিশ মেলেনি। সোমবার সকালে ফ্রেজারগঞ্জের কাছে সমুদ্রে ভাসতে দেখা যায় ওই ছাত্রের নিথর দেহ।

আরও পড়ুন- বিচারপতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হাই কোর্টে

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সাকিব লস্কর (১০)। দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার বাসিন্দা। স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে৷ ওই মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গেই বকখালি বেড়াতে গিয়েছিল সাকিব৷ পুলিশ সূত্রে খবর, রবিবার উস্তির উত্তর কুসুম এলাকা থেকে জনা দশেক ছাত্রকে সঙ্গে নিয়ে বকখালি বেড়াতে যান এক মাদ্রাসা শিক্ষক। বকখালি সমুদ্র সৈকতেই ঘোরাঘুরি করছিলেন তাঁরা। কিন্তু, রবিবার বিকেল থেকে আক খোঁজ পাওয়া যায়নি সাকিবের। বিস্তর খোঁজাখুজির পরও তাকে না পাওয়ায় ফ্রেজারগঞ্জ উপকূল থানার দ্বারস্থ হন ওই শিক্ষক। অভিযোগ পেয়েই তল্লাশি শুরু করে পুলিশ৷ তল্লাশির কাজে নামে বিপর্যয় মোকাবিলা দল। কিন্তু রবিবার সাকিবের কোনও খোঁজ মেলেনি। সোমবার সকালে ফ্রেজারগঞ্জের সমুদ্রে ভেসতে দেখা যায় ওই ছাত্রের দেহ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়৷ খবর দেওয়া হয়েছে সাকিবের পরিবারকেও৷ সাকিবরা দুই ভাই। সাকিবই ছোট। বাড়ির ছোট ছেলের মৃত্যুতে শোকের পাথর তার পরিবার৷