কলকাতা: ‘কেকের মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকারের গাফিলতি।’ প্রখ্যাত সংগীতশিল্পী তথা বলিউডের জনপ্রিয় প্লে-ব্যাক সিঙ্গার কেকের মৃত্যুতে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুষলেন বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।
মঙ্গলবার রাতে নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানে গান গাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন এই সঙ্গীত শিল্পী৷ অসুস্থ অবস্থায় কেকেকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রয়াত হন তিনি। কেকের এমন অস্বাভাবিক মৃত্যুতে রীতিমতো সরগরম দেশ। সংগীতশিল্পীর মৃত্যুর পরে জানা যায় নজরুল মঞ্চে কেকের অনুষ্ঠান চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। কনসার্টের সময় নজরুল মঞ্চে প্রচুর জনসমাগম হয়েছিল। অডিটোরিয়ামের ধারণক্ষমতা মাত্র থেকে বেশি দর্শক হাজির হয়ে যান অনুষ্ঠানে। কেকের অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পরেই নজরুল মঞ্চের দরজা ভেঙ্গে হুড়মুড়িয়ে লোক ঢুকতে শুরু করে ভিতরে। তার জেরেই অডিটোরিয়ামের ভিতরে বদ্ধ পরিবেশের সৃষ্টি হয় বলে অভিযোগ। অস্বাভাবিক গরম এবং দমবন্ধ পরিবেশের কারণেই কি শিল্পীর মৃত্যু? নেট দুনিয়ায় উঠছে প্রশ্ন৷ আর এই প্রশ্নকে সামনে রেখে এবার ময়দানে নেমে পড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ বিশৃঙ্খলা কেকের মৃত্যুর জন্য দায়ী বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। দীলিপের কথায়, অডিটোরিয়ামের ভিতরে ও তার চারপাশে বহু মানুষ ভিড় করেছিলেন। এদিকে অনুষ্ঠান চলাকালীন অডিটোরিয়ামের ধারণক্ষমতা ছাড়িয়ে যায়। লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকতে শুরু করে। এই কনসার্টকে কেন্দ্র করে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আর তার জন্য দায়ী কলকাতার প্রশাসন।
নজরুল মঞ্চে মঙ্গলবার কলকাতার গুরুদাস কলেজের একটি অনুষ্ঠানে শেষবার গান গেয়েছেন প্রয়াত এই বলিউড প্লেব্যাক সিঙ্গার। অনুষ্ঠান শেষ করে ফেরার পরপরই কলকাতা গ্র্যান্ড হোটেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই গায়ক। অন্যদিকে শো চলাকালীনই তিনি বারবার গরমের অভিযোগ করেছিলেন৷ এমনকি স্টেজের লাইট কমিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন উদ্যোক্তাদের, এমনই খবর৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, গান গাইতে গাইতেই একাধিকবার মুখের, মাথার ঘাম মুছছিলেন কেকে।
ইতিমধ্যেই কেকের অনুষ্ঠান চলাকালীন নজরুল মঞ্চের বেশকিছু ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যাতে দেখা যাচ্ছে, কনসার্ট শুরু হওয়ার কিছু পরেই নজরুল মঞ্চের দরজা ভেঙে ঢুকে পড়েন বহু দর্শক। অডিটোরিয়ামে ভাঙ্গা দরজার ছবিও প্রকাশ্যে এসেছে। এছাড়া গায়ককে এক ঝলক দেখতে অডিটোরিয়ামের ভিতরে এবং তার চারপাশে প্রচুর মানুষের সমাগম হয়েছিল এদিন রাতে। ভিড়ে, চাপাচাপিতে নজরুল মঞ্চের বাইরের বেশকিছু রেলিং ভেঙে যায়৷ এবার এই নিয়ে রাজ্য সরকারকে দুষেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।