পজিটিভিটি রেট কমল বঙ্গে, সুস্থতা প্রায় একই রকম

পজিটিভিটি রেট কমল বঙ্গে, সুস্থতা প্রায় একই রকম

কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। তবে আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ ছুঁইছুঁই, তবে কম। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪৯ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।

আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৪৪৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০৪ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৭ হাজার ৮৮৩ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ০২৩ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৩ লক্ষ ১৫ হাজার ৩৬৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাস। জানা যাচ্ছে সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে কেরলের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণের এই রাজ্যের ত্রিশূর জেলায় হানা দিয়েছে মশাবাহিত এই রোগ। বেশ কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর রবিবার ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যায়। এরপরই কেরল তো বটেই দেশজুড়ে নতুন এই ভাইরাসকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + two =

সামান্য বাড়ল দৈনিক আক্রান্ত, সংক্রমণে কলকাতার ‘পতন’

সামান্য বাড়ল দৈনিক আক্রান্ত, সংক্রমণে কলকাতার ‘পতন’

কলকাতা: বাংলার কোভিড গ্রাফ আজ আবার কিছুটা অস্বস্তি বাড়াল। আজ আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কিছুটা বেড়ে গিয়েছে। গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। মাঝে একটু বৃদ্ধি পেলেও নিয়ন্ত্রণে এসে গিয়েছিল দৈনিক সংক্রমণ। তবে আজ সামান্য বাড়ল দৈনিক আক্রান্ত। তবে বাড়ছে রাজ্যের সুস্থতার হার। তবে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ে চিন্তা কিছুতেই কমছে না। কারণ আজও সেখানেই সর্বাধিক সংক্রমণ।

আজকের বাংলার তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯২ জন। এরপরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাঁকুড়া। একদিনে সেখানে আক্রান্ত ৮৯ জন। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং। একদিনে সেখানকার ৮৭ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, কলকাতা নেমে গিয়েছে চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ৭৬ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৫ হাজার ৪৯৯ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ০৮৯ জন।  রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৮৩,৯৯২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৯১ শতাংশ। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১২। মৃতদের মধ্যে ২ জন করে কলকাতা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও দার্জিলিংয়ের বাসিন্দা। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৯৭০ জন। 

আরও পড়ুন- মাসে প্রায় দেড় কোটি করে টিকা চাইছেন মমতা! বাংলাকে বঞ্চনার অভিযোগ

উল্লেখ্য, গতকালই নবান্নের তরফে বিবৃতি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নিষেধাজ্ঞা ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিষেধাজ্ঞা জারি থাকার কারণে আগের মতোই সমস্ত স্কুল-কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সম্পূর্ণভাবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি এবং বেসরকারি বাস, লোকাল ট্যাক্সি, অটো চলবে। বন্ধই থাকছে লোকাল ট্রেন। তবে আংশিক ভাবে খুলছে মেট্রো পরিষেবা। সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =