কলকাতা: এবার আসছে ‘দুয়ারে মদ’! কারন সুধায় বুঁদ হতে আর দাঁড়াতে হবে না লম্বা লাইনে৷ বাড়িতে বসে অ্যাপে ক্লিক করলেই বাড়ির দোরগোড়ায় পৌঁছবে মদ৷ হ্যাঁ, এই পরিষেবা নিয়ে এল বুজি (Booozie) নামে একটি অ্যাপ৷ ইতিমধ্যেই কলকাতায় চালু হয়েছে এই বিশেষ পরিষেবা৷
আরও পড়ুন- কল্যাণী AIIMS-এ নিয়োগ দুর্নীতি, কঠগড়ায় বিজেপির ৮ সাংসদ-বিধায়ক, তদন্তে নামল CID
এই অ্যাপটি তৈরি করেছে হায়দরাবাদের Innovent Technology নামে একটি স্টার্টআপ সংস্থা৷ কলকাতার পাশাপাশি দেশের বড়বড় কিছু শহরে এই অ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে৷ কিন্তু প্রশ্ন হল কী ভাবে মদ ডেলিভারি করা হবে? জানা গিয়েছে, এই অ্যাপটিতে রয়েছে অ্যাডভান্স মেশিন লার্নিং। এর মাধ্যমে ক্রেতারা নিজের বাড়ির নিকটবর্তী যে কোনও দোকান পছন্দ করতে পারবেন। তার পর ঘরে বসে সেই দোকান থেকে যে কোনও ব্র্যান্ডের মদ অর্ডার করতে পারবেন৷ সবচেয়ে বড় কথা হল, অর্ডার করার ১০ মিনিটের মধ্যেই আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে মদের বোতল৷
এর জন্য অতিরিক্ত কত খরচ হবে?
বুজি অ্যাপের মাধ্যমে মদ কিনতে হলে গুনতে হবে অতিরিক্ত গাঁটের কড়ি৷ সর্বনিম্ন ৫০টাকা থেকে সর্বোচ্চ ১০০টাকা ডেলিভারি চার্জ নেওয়া হতে পারে৷ তবে সংস্থার তরফে গ্রাহকদের নিশ্চিন্ত করে বলা হয়েছে, এমনভাবে মদের বোতল ডেলিভারি দেওয়া হবে যাতে বোতলের কোনও ক্ষতি না হয়। আপাতত কলকাতায় মোট ৭টি দোকান অনবোর্ড করা হয়েছে। তারমধ্যে রয়েছে সল্টলেক এবং উত্তর কলকাতার বেশ কয়েকটি মদের দোকান। আগামী ৪৫ দিনের মধ্যে আরও ৫০টি দোকান অনবোর্ড করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ফলে আরও সহজে মিলবে কারন সুধা৷
প্রথমিক ভাবে কলকাতায় এই পরিষেবা চালু করা হলেও, আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও এই পরিষেবা নিয়ে আসা হবে৷ বুজি-র সহ-প্রতিষ্ঠাতা বিবেকানন্দ বাজপেয়ি জানান, ফি বছর কলকাতায় ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়। এই অ্যাপের আগমনে আগামী এক থেকে দু-বছরের মধ্যে সংখ্যাটা প্রায় ৭০০ কোটিতে পৌঁছবে বলে দাবি তাঁর৷
আর কী কী জানা যাবে এই অ্যাপ থেকে?
জানা গিয়েছে, মদ ডেলিভারির পাশাপাশি বিভিন্ন বার ও ক্লাবে কবে কী অনুষ্ঠান রয়েছে, কত অফার চলছে, কীভাবে বুকিং করতে হবে, সেই সম্পর্কেও যাবতীয় তথ্য জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, কোনও অপ্রাপ্তবয়স্ক এই অ্যাপের মাধ্যমে মদ অর্ডার করতে পারবে না৷ এছাড়াও কোন রাজ্যে কোন মদের কত দাম, কোনও ব্র্যান্ডের কতগুলি প্রোডাক্ট রয়েছে তা সবটাই এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>