দল এক, ইস্যু এক, মিছিল দুই! আইসি’র ধমক তৃণমূল কর্মীদের

দল এক, ইস্যু এক, মিছিল দুই! আইসি’র ধমক তৃণমূল কর্মীদের

দিনহাটা: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। জোর আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে প্রতিবাদ জানাতে এদিন কোচবিহারের দিনহাটায় মিছিল করছিল শাসক দলের কর্মীরা। কিন্তু দিনহাটার আইসি ধমকে থামিয়ে দিলেন তাদের। কেন এমন হল? আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে প্রকাশ্যেই এসে গিয়েছে কারণ একই ইস্যু হলেও তৃণমূলের দুই গোষ্ঠী দুটি আলাদা মিছিল বের করেছিল। সেই নিয়েই প্রশ্ন তুলে তাদের ধমকান দিনহাটার আইসি সুরজ থাপা।

আরও পড়ুন- উত্তরে ঢুকেছে মৌসুমী বায়ু, দক্ষিণে ভ্যাপসা গরম, নিস্তার মিলবে কবে?

দিনহাটার গীতালদহ ১ নম্বর অঞ্চলে একটি মিছিল করছিল তৃণমূল এবং গীতালদহ ২ নম্বর অঞ্চলে চলছিল আরও একটি মিছিল। সেই সময়ই ঘটনাস্থলে উপস্থিত হন দিনহাটার আইসি সুরজ থাপা। তৃণমূল কংগ্রেস কর্মীদের জোর ধমক দিয়ে তিনি প্রশ্ন করেন, দল এক তবে আলাদা মিছিল কেন? এই প্রেক্ষিতেই তিনি জানান, যা হবে একটাই হবে, এইভাবেই আলাদা আলাদা কিছু চলবে না। ঝান্ডা এক, দল এক, তাহলে কর্মসূচি আলাদা হবে কেন। আসলে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটি একেবারে প্রকাশ্যেই চলে এসেছে। তাই পুলিশ ভয় পাচ্ছিল যে কোনও গণ্ডগোল বা ঝামেলা না বাঁধে। সেই কারণেই তাদের আরও বেশি করে আটকানো হয়।

আইসি’র এই ধমক শুনে পিছিয়ে যায় দুই পক্ষই। তারা আর মিছিল বাড়ায়নি, কোনও রকম বচসার পরিবেশও সৃষ্টি হয়নি। আসলে কিছুদিন আগে মালদহে জমি বিবাদ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। চলে গুলিও। সেই কারণেই আরও বেশি সতর্ক থাকছে পুলিশ যাতে নতুন করে কোনও রকম বিবাদ না সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *