কলকাতা: কেকে বিষয়ে মন্তব্য করার জেরে ইতিমধ্যে নেটিজনদের আক্রমণের মুখে পড়তে হয়েছে সঙ্গীতশিল্পী। এরপরেই মিও আমরে রূপঙ্কর বাগচীর গান তুলে নেয়। তাদের সংস্থার হয়ে গান গিয়েছিলেন রূপঙ্কর বাগচী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছিল, রূপঙ্করের একটি গান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতায় একটি বিখ্যাত রেস্তোরাঁ। তবে ওই রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, তাঁরা এই ধরনের কোনও সিদ্ধান্ত নেননি।
সম্প্রতি একটি নোটিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে কাঁচের ওপর সাদা হরফে কিছু লেখা রয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘পাবলিক ইন্টারেস্ট এবং এজিটেশন এর কথা মাথায় রেখে রূপঙ্কর বাগচির গান না বাজানোর সিদ্ধান্ত নেওয়া হল। আমরা ক্ষমাপ্রার্থী?’ এই বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই নোটিশের সঙ্গে রেস্তোরাঁর কোনও সম্পর্ক নেই। তবে আমরা থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে শুধু সত্যজিৎ রায়ের ছবির গান চালাই। একজন সোশ্যাল মিডিয়ায় কী বলেছেন, তার ওপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্তে কোনও বদল আনা হয়নি। এই ধরনের কোনও বিতর্কে আমরা জড়াতে চাই না।
ভাইরাল হওয়া নোটিশটি সম্পর্কে রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, এটা আমাদের লেটারপ্যাড নয়। কেউ যাদবপুরের রেস্তোরাঁর বাইরে এই ছবি লাগিয়ে পোস্ট করেছে। আমরা থিমের কথা মাথার রেখেই সত্যজিৎ রায়ের সিনেমার বাইরে অন্য কোনও গান চালাই না। তাই গান বন্ধ করে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে খবর ভাইরাল হয়েছে, ভূতের রাজা দিল বর রেস্তোরাঁয় রূপঙ্করের গান চালানো বন্ধ করে দেওয়া হল, তার কোনও সত্যতা নেই। ভূতের রাজা দিল বর রেস্তোরাঁতে আদতে কোনওদিন রূপঙ্করের গান চালানোই হয়নি। তবে রূপঙ্কর বাগচীর করা জিঙ্গল প্রত্যাহার করেছে মিও আমোরে। জনরোষের মুখে পড়েই এই সিদ্ধান্ত মিও আমরে নিয়েছে বলে মনে করা হচ্ছে। ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।