পরণে সাদা-সবুজ শাড়ি, ধামসা-মাদলের ছন্দে ‘অন্য’ মমতা

পরণে সাদা-সবুজ শাড়ি, ধামসা-মাদলের ছন্দে ‘অন্য’ মমতা

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দারুণ খোশ মেজাজে পাওয়া গেল। এদিন আদিবাসী যুবক যুবতীদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। পরে হাসিমারায় ধামসা-মাদলের ছন্দে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রূপে পেয়ে সকলেই খুশি হয়েছে।

আরও পড়ুন- প্রাক্তন শিক্ষামন্ত্রী অবজ্ঞা করেছিলেন, অতিথি অধ্যাপকের পাশে দাঁড়ালেন বিচারপতি

জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার আদিবাসী যুবক যুবতীরা এই গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে সাজ সাজ রব পড়ে গিয়েছিল। বিশাল আকারের তিনটি তাঁবু নির্মাণ করা হয়েছিল, গোটা আলিপুরদুয়ার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সেজে উঠেছিল। আসলে এত বড় অনুষ্ঠান এখানে এর আগে কখনও হয়নি। তাই মানুষের মধ্যে আলাদাই উন্মাদনা ছিল। এই গণবিবাহে যোগদানকারী যুবক-যুবতীদের হতে নগদ ২৫ হাজার টাকা করে তুলে দেওয়াও হয়। তবে বড় আকর্ষণ ছিল ধামসা মাদলের তালে মুখ্যমন্ত্রীর নাচ। তাঁর পরণে ছিল সাদা ও সবুজ শাড়ি। তবে এই প্রথমবার নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গতবছরও আলিপুরদুয়ারে আদিবাসী মানুষের মাঝে মিশে ধামসা-মাদলের তালে পা মিলিয়েছেন।

উত্তরবঙ্গ সফরে ইতিমধ্যেই সভা করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যে উত্তরবঙ্গের মানুষকে ভুল বোঝাচ্ছে তা দাবি করে বলেন তিনি। তাঁর বক্তব্য, তৃণমূল সরকার আসার আগে কেউ উত্তরবঙ্গের দিকে ফিরেও তাকাত না৷ আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বন দেখতে আসত৷ আর মৌরলা মাছ খেত৷ সৌন্দর্য উপভোগ করে চলে যেত৷ উন্নয়নের প্রতি কারও কোনও নজর ছিল না৷ আজ এই অনুষ্ঠানে যেন মানুষের সঙ্গে আরও বেশি মিশে গিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =