কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করার জন্য ইউটিউবার রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে আনা হয় ব্যাঙ্কশাল কোর্টে, তোলা হয় আদালতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট (সিএমএম) ময়ূখ মুখোপাধ্যায়ের এজলাসে। আদালতের বাইরে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছিল রোদ্দুর রায়ের গ্রেফতারি ঘিরে। তাঁকে ছেড়ে দেওয়ার পক্ষে সওয়াল করা হয়। এদিকে আদালতে তাঁর বক্তব্য পেনড্রাইভে জমা দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী জানিয়েছেন, তিনি যে মন্তব্য করেছেন তা মুখে আনার যোগ্য নয়।
আরও পড়ুন- উত্তরে ঢুকেছে মৌসুমী বায়ু, দক্ষিণে ভ্যাপসা গরম, নিস্তার মিলবে কবে?
আদালতে এই মামলার শুনানির সময়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক বাদানুবাদ হয়। জামিনের আবেদনের প্রেক্ষিতে সরগরম হয়ে ওঠে আদালত। তবে আপাতত কোনও রায় দেয়নি ব্যাঙ্কশাল আদালত। জামিনের আবেদনে রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি ময়ূখ মুখোপাধ্যায়। বুধবার গোয়া থেকে ফেরার পর লালবাজারের লক আপে ছিলেন রোদ্দুর। আজ দুপুরে তাঁকে আনা হয় আদালতে। সেই সময়ে আদালতের বাইরে তাঁর ভক্ত এবং সমর্থকদের ভিড় দেখা যায়। পুলিশ সতর্ক ছিল প্রথম থেকেই কারণ তারা আঁচ করতে পেরেছিল যে গণ্ডগোল হতে পারে। কিন্তু সেইরূপ কোনও সমস্যা আজ হয়নি। এদিকে সোশ্যাল মিডিয়াতেও তাঁকে ছেড়ে দেওয়ার পক্ষে আওয়াজ তোলা হচ্ছে। বিভিন্ন পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও রোদ্দুরের ভিডিওতে নিশানায় ছিলেন মন্ত্রী ববি হাকিম। গায়ক কেকে’র মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাদের তো বটেই, গায়ক রূপঙ্কর বাগচীকেও চরম আক্রমণ করেন তিনি। নেটাগরিকদের অনেকে তাঁর বক্তব্যের সঙ্গে একমত হলেও ভাষার সঙ্গে একমত হতে পারছেন না। তাই বিবাদ দেখা দিয়েছে।