কলকাতা: কে কোন দলের চর, এই নিয়ে রাজ্য রাজনীতিতে চরম বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের সূত্রপাত কুণাল ঘোষের এক মন্তব্য ঘিরে। তিনি জানান, বিজেপির এখনও বেশ কিছু নেতা তৃণমূলে আসতে চায়। বিজেপির অন্তরে তৃণমূলের অনেক চর রয়েছে। সেখান থেকেই তৃণমূল বিজেপির অভ্যন্তরের খবর জানতে পারেন। পাল্টা বিস্ফোরক মন্তব্য করেন রাহুল সিনহা। তিনি বলেন, ‘তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির চর হিসেবে কাজ করছেন।’
সাংবাদিকদের রাহুল সিনহা বলেন, ‘তৃণমূলের যে মিটিং হয়, তা আমরা কুণাল ঘোষের কাছ থেকেই জানতে পারি। কুণাল ঘোষকে আমরা রেখে দিয়েছি চর হিসেবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কারও ওপর রাগ থাকে, তা হল কুণাল ঘোষের ওপর। কুণাল ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরের রানি বলেছিলেন৷’ রাহুলের বিস্ফোরক মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
কিছুদিন আগে জগন্নাথ সরকার অভিযোগ করেছিলেন, দলের অভ্যন্তরে তৃণমূলের চর রয়েছে। তিনি অভিযোগ করেছেন, অনুশাসনের অভাবের জেরেই তৃণমূলের চররা বিজেপিতে ঢুকে পড়েছে। তিনি মন্তব্য করেন, প্রতিটি দেশের যেমন চর থাকে, তেমনি প্রতিটি দলের খোচর থাকে।