কলকাতা: শহিদ মিনারের সামনে অনশনে এসএলএসটি চাকরিপ্রার্থীরা। কিন্তু তারা এদিন বিকেলে সটান চলে আসেন রাজভবনের সামনে। কারণ নবান্ন থেকে আচমকা সেখানেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিপ্রার্থীরা তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে আরও হইচই সৃষ্টি করে। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় রাজভবন চত্বরে। তবে মমতা রাজভবন ঢুকতেই এসএসসি প্রার্থীরা গেটের বাইরে কার্যত শুয়ে পড়ে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন- পেনড্রাইভে রোদ্দুরের বক্তব্য আদালতে পেশ, রায়দান আপাতত স্থগিত
বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে আসেন। সেই খবর পেয়েই আন্দোলনকারীরা সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনের গেটের সামনে চলে আসেন। চাকরিপ্রার্থীদের ১৬ জন সেখানে ভিড় জমান এবং তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু তাদের টেনে হিঁচড়ে সরিয়ে দিয়ে ১৬ জনকেই তুলে নিয়ে যায় পুলিশ। যদিও তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে অনড় ছিলেন। পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিও হয় তাদের। কিন্তু অবশেষে কোনও লাভ করতে পারেননি তারা কেউই।
WB Chief Minister Smt. Mamata Banerjee called on the WB Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan today. pic.twitter.com/F6JPwQy9aD
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 9, 2022
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে এসে তাঁকে নিজের আঁকা ছবি উপহার দিয়েছেন। সেই ছবি পেয়ে মমতাকে ধন্যবাদ জানান সস্ত্রীক রাজ্যপাল। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গিয়েছ, ঘণ্টাখানেক রাজভবনে থাকার পর বেরিয়ে যান তিনি।