কলকাতা: হাই কোর্টের নির্দেশ ছিল মামলাকারীকে পুলিশি নিরাপত্তা দিতে হবে৷ খরচ বহন করবে মামলাকারী৷ দু’মাসের নিরাপত্তা খরচ যা, তা দেখে চক্ষুচড়কগাছ৷ নিরাপত্তার জন্য প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা চেয়ে বসল থানা৷ শুধুমাত্র থানার ওসির বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ করেছেন মামলাকারী৷ এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কমিশনারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট৷ নিরাপত্তা বাবদ কেন এত টাকা ঘুষ চাওয়া হল হলফনামা দিয়ে তা জানাতে হবে পুলিশকে৷
আরও পড়ুন- নিখোঁজ ট্রলার, মৎস্যজীবীদের ফিরে পেতে মৎস্যবন্দরে পথ চেয়ে বসে পরিবার
প্রায় দু’মাসের নিরাপত্তার জন্য মামলাকারীর কাছে ১২ লক্ষ ৩৬ হাজার ৭৬০ টাকা দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এই মামলায় হলফমানা দিয়ে নিরাপত্তা বাবদ কেন এত টাকা চাওয়া হয়েছে তা জানাতে হবে থানাকে৷ ঘুষের অভিযোগের প্রেক্ষিতেও নিজের মতামত জানাবেন ওসি। সেই সঙ্গে আগামী শুনানিতে থানার ওসি-কে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ জুন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>