কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এমতাবস্থায় দেশের বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট হওয়ার ডাক দিয়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীর রণকৌশল ছকে নিতে রাজধানীর বুকে বিভিন্ন অবিজেপি দলের সঙ্গে আলোচনা করতে পারেন তৃণমূল নেত্রী।
মঙ্গলবার দিল্লি পৌঁছবেন মমতা। বুধবার অর্থাৎ ১৫ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর ৩টের সময় বৈঠক ডেকেছেন তিনি৷ তাঁর পৌরহিত্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বৈঠক করবে। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য ২২ জন রাজনৈতিক নেতাকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তালিকায় রয়েছেন কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ এছাড়াও চিঠি দিয়েছেন চন্দ্রশেখর রাও, স্টালিন, হেমন্ত সোরেন, ভগবন্ত সিং মান, লালুপ্রসাদ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরিকে৷ মমতার চিঠি যাচ্ছে শরদ পাওয়ার, অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, এইচ ডি কুমারস্বামীক, দেবেগৌড়া, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, সুখবীর সিং বাদলের কাছেও৷
চিঠিতে তিনি লিখেছেন, ‘‘রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আমাদের কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে৷ মনে করা হচ্ছে বুধের বৈঠকেই অবিজেপি দলগুলি সম্মিলিতভাবে রাষ্ট্রপতি পদের জন্য নিজেদের প্রার্থীদের নাম চূড়ান্ত করতে পারেন৷ মিশন ২৪-কে সামনে রেখে তৃণমূল নেত্রী বারবার বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করার জন্য উদ্যোগী হয়েছেন। তবে তাঁর এই উদ্যোগে কংগ্রেসের ভূমিকা কী হবে, তা নিয়ে সংশয় রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী জোট তৈরি হয় কিনা, সেটাই দেখার অপেক্ষা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>