বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, আজ কেমন থাকবে আবহাওয়া?

বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, আজ কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা: অসহনীয় গরম তার সঙ্গে প্যাচপ্যাচে ঘাম, এর থেকে মুক্তির উপায় খুঁজতে এখন বর্ষাই শেষ ভরসা। আর তাই বর্ষার জন্য কার্যত চাতক পাখির মতো অপেক্ষায় কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলি। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্ষা নিয়ে রীতিমতো আশার কথা শোনাতে দেখা গিয়েছে। জানানো হয়েছে, কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীকে অসহনীয় গরমের হাত থেকে মুক্তি দিতে আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বর্ষা।

সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষাকাল। তবে, হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের দিকে কিছুটা এগোলেও উত্তরবঙ্গের থেকে কিছুটা দুর্বল হয়েই দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষাকাল। তবে তার আগে জ্বালাপোড়া গরমের হাত থেকে রেহাই নেই কলকাতাবাসীর। জানা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে  আগামী দুদিন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরেই রাজ্যে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বাড়বে এবং গুমোট গরমে অস্বস্তিভাব বাড়বে দক্ষিণবঙ্গে।

অন্যদিকে জানা যাচ্ছে চলতি সপ্তাহ জুড়ে দিনভর ছড়া রোদের তেজ বজায় থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকায় রীতিমতো গলদঘর্ম অবস্থা হবে শহরবাসীর। চলতি সপ্তাহের শুরুতে যে বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে নেই তা গতকাল অর্থাৎ সোমবারই স্পষ্টভাবে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, আগামী দু’দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করলেও আবহাওয়ার কতটা বদল হবে তা নিয়ে যথেষ্ট সংসয় রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে এই মুহূর্তে তাপমাত্রার পারদ পতনের সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে জ্বালাপোড়া গরম বহাল থাকলেও বর্ষার প্রবেশে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 3 =