‘ডজন খানেক CBI তদন্তের নির্দেশ শেষে নোবেল প্রাইজ হয়ে থাকবে নাতো’! আশঙ্কা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘ডজন খানেক CBI তদন্তের নির্দেশ শেষে নোবেল প্রাইজ হয়ে থাকবে নাতো’! আশঙ্কা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

2a3599e6746146f36b2d51a6d6c63603

কলকাতা:  স্কুল সার্ভিস কমিশনের একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷  নেতামন্ত্রীকে  পাঠিয়েছেন সিবিআই দফতরে। কিন্তু যে সিবিআই-এর উপর আস্থা রেখেছিলেন, তাদের তদন্তেই খুশি নন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন, ‘‘এর থেকে সিট-ই ভাল ছিল।’’ তিনি বলেন, ‘‘ডজন খানেক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। শেষে নোবেলপ্রাইজ হয়ে থেকে যাবে নাতো!’’ আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ 

আরও পড়ুন- স্ত্রীর হাত কাটা নিয়ে আক্ষেপ নেই! ‘চলেই যেত’, এখনও মনে করে শের

হাই কোর্ট পাড়ায় আপাতত সবচেয়ে আলোচিত নাম বিতারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।। এসএসসি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিল করা থেকে শুরু করে ৭৬ বছরের প্রৌঢ়া শ্যামলী ঘোষের সিকি শতকের বকেয়া বেতন দেওয়ার নির্দেশ, পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে পাঠানো— একের পর ঘটনাক্রমে তিনি হয়ে উঠেছেন জনগণের বিচারপতি৷  কিন্তু তিনি যে সিবিআই-এ আস্থা রেখেছিলেন, তাদের তদন্তে তিনি হতাশ৷ 

৫২ সপ্তাহ আগে নভেম্বর মাসে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু, আজ পর্যন্ত কোনও তদন্তের মেরিট দেখতে পাননি। এমনই মন্তব্য করে সিবিআই তদন্ত নিয়ে বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে এমনই জানান বিচারপতি৷