হাইকোর্টের নির্দেশে স্কুলের চাকরি গেল সিপিএম নেতার মেয়েরও!

হাইকোর্টের নির্দেশে স্কুলের চাকরি গেল সিপিএম নেতার মেয়েরও!

d4e3bf00e0250202271f74484ad43aec

কলকাতা: টেট দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে এবার চাকরি বাতিল কালনার সিপিএম নেতার মেয়ের৷ চাকরি বাতিল হওয়া ২৬৯ জনের মধ্যে নাম রয়েছে তাঁর৷ এই ঘটনায় রাজনৈতিক তরজা কালনায়৷ 

কলকাতা হাইকোর্টের নির্দেশে গত সোমবারই প্রাথমিকের ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে৷ এই তালিকায় নাম রয়েছে কালনার প্রাক্তন কাউন্সিলর বীরেন্দ্র বসুর মেয়ের৷ বামপন্থী সংগঠন এবিপিটিএ-র বর্ধমানের পদাধিকারী ছিলেন বীরেন্দ্র৷ চাকরি বাতিলের পরই বীরেন্দ্র বসুর সঙ্গে দূরত্ব তৈরি হয় সিপিএমের৷ দুর্নীতিতে সিপিএম-এর সঙ্গে তৃণমূলের আঁতাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি৷ অন্য দিকে এটি আদালতের বিষয় বলে কোনও রকম মন্তব্যে করতে চায়নি তৃণমূল৷ 

হাই কোর্টের নির্দেশে বরখাস্ত হওয়া ২৬৯ জনের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ১৭ জনের নাম ছিল৷ সেই ১৭ জনের মধ্যে রয়েছে কালনার সিপিএম নেতা বীরেন্দ্র নাথ বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নাম৷ কালনা পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলন বীরেন্দ্র সিপিএমের প্রাথমিক স্কুল শিক্ষক সংগঠন এবিপিটিএ-র সহ সভাপতিও ছিলেন৷ বৈশাখীর স্বামী শুভাশিস সরকার ওরফে বাঘা ২০১৫ সালে কালনা পুরসভায় সিপিএমের প্রার্থী হয়েছিলেন৷ এক সময় বৈশাখীর মা’ও  গণতান্ত্রিক মহিলা সমিতির দাপুটে নেত্রী ছিলেন৷