কলকাতা: রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কী ভাবে গণবন্টনের জন্য কেরোসিনের দাম নির্ধারণ করে? জবাব চেয়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এবং রাজ্যের খাদ্য দফতরের সেক্রেটারির কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট৷
আরও পড়ুন- মন্দিরে নিয়ে গিয়ে মহিলার শ্লীলতাহানি, অভিযুক্ত পুলিশকর্মী! রণক্ষেত্র চন্দ্রকোনা
গণবন্টন ব্যবস্থায় কেরোসিনের দাম নির্ধারণ করতে একটি সুস্পষ্ট নীতি তৈরি করুক কেন্দ্রীয় সরকার। এই আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলাটি দায়ের করা হয়েছে। সেই মামলায় এবার পার্টি করা হল সমস্ত রাষ্ট্রায়ত্ত তেলের সংস্থা এবং রাজ্যের খাদ্য দফতরের সেক্রেটারিকে।
মামলাকারীর দাবি, পেট্রোল ডিজেলের থেকে যাবতীয় ক্ষতির টাকা কেরোসিন থেকে তুলছে সংস্থাগুলো। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বক্তব্য, কেরোসিনের দাম নির্ধারণে একটি পদ্ধতি রয়েছে। তার উপর বিবেচনা করেই ঠিক করা হয় কেরোসিনের দাম।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালতের নির্দেশ, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কি ভাবে গণবন্টনের জন্য কেরোসিনের দাম ঠিক করে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করতে হবে। ২৮ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>